ইসলাম ধর্ম কি..?
আল্লাহর নিকট মনোনীত একমাত্র ধর্ম হলো-ইসলাম
ইসলাম বলতে আমরা সাধরণরা কি বুঝি কোরান ও হাদীস তাই না পাঠকগণ
আসলে এর নাম ইসলাম নয়.প্রকৃতপক্ষে ইসলাম বলতে সর্বক্ষেত্রে শান্তির বাণী কেই বুঝায়
আর আল্লাহ সুবাহানু তাআলা প্রত্যেক জাতির জন্য মুক্তির দূত হিসেবে কাউকে না কাউকে পাঠিয়েছেন যেমন-আমাদের মুহাম্মদ (দ:)বাণীর ছিলো (আমি তোমাদের মাঝে ইসলাম ধর্ম বা শান্তির ধর্ম নিয়ে এসেছি..শ্রীকৃশ্ন বলেছিলো ঔম শান্তি..গৌতম বুদ্ধ বলেছিলো যগতের সকল প্রাণী মঙ্গলময় হোক..আর যীশু খ্রিষ্ট নিজের প্রাণ দিয়ে প্রমান করে দিয়ে গেলো)..(আসলে এ সকল নবী রাসূল গণ ওলী আওলিয়াগণ এবং বিভিন্ন আবতারগণ দের মূল শিক্ষা হলো সৃষ্টির সকল প্রাণীকে মায়া মমতা প্রেম ভালবাসা দিয়ে ভরিয়ে রাখা)সে যেই জাতি হোক আর সেই জাতির দূত গণ সবাই ইসলামের মধ্যেই নিহিত ছিলেন কারণ ইসলাম শব্দের অর্থ প্রকৃত অর্থ হলো-শান্তি বা শান্তির ধর্ম তাই আসূল আমরা সবাই ধর্মের গোড়ামি বাদ দিয়ে খোদা প্রদত্ত এবং রাসূল (দ:)দেখানো পথ ইসলামকেই বেচে নিয়ে মানব মুক্তির কামনা করি-ভুল হলে অধমকে ক্ষমার চোখে দেখবেন--আল্লাহ আমিন--প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ
 
Top