আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদাহুজুর আক্তার উদ্দিন শাহ আমারমূর্শীদ কেবলা দয়ালমোখলেছ সাই এর সরণে...
 (প্রসঙ্গ ২য় খলিফা হতে ইমামআযমের হাদীস বর্ণনার সনদ)
লিখতে গেলে আমি অধমেরজীবন ফুরিয়ে যাবেকিন্তু ইমামে আযমেরজুতা মোবারাকের ধুলির পরিমান লিখতেপারবোনা আল্লাহ সুবাহানু তাআলা তাকে এত ইলম দান করেছেন.ইমামে আযম যে ইসলামের ২য় খলিফাহযরত উমর (রা:)থেকে যে হাদীসবর্ণনা করেছেন তা সংক্ষেপে আমি আলোচনা করব
ইসলামের ২য় খলিফা থেকেইমামে আযম টি ভিন্ন পদ্ধতিতে হাদীস রচনা করেছেন
১ম পদ্ধতি : ইমামে আযম আবু হানিফা আবু সালেহ বিন আব্দুল্লাহ থেকে তিনি হযরতআব্দুল্লাহ বিন ওমর থেকে তিনি হযরতওমর বিন খাতাবথেকে.
১ম পদ্ধতির ছক:-হযরতআব্দুল্লাহ বিন ওমর+সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর+ইমামেআযম আবু হানিফা
১ম পদ্ধতির তাহকীক বা যাচাই:-ইমাম আবু হানীফা হযরত ফারুকআযমের নাতি হযরতসালেম ইবনে আব্দুল্লাহ (ওফাত-১০৬হি:)এর সরাসরি শিষ্য ছিলেন.তার মাধ্যমে তিনিহযরত ওমর ফারুক(রা:)থেকে হাদীসশিক্ষা গ্রহন করেন.হযরত সালেম নিজ পিতা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ব্যতীত নিম্নোক্ত সাহাবায়ে কেরাম থেকেও হাদীস গ্রহণকরেছেন যেমন-হযরতআবু হুরাইরা (রা:)থেকে হযরত আবু আযুব আনসারী (রা:)থেকে হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির (রা:)থেকেহযরত রাফে ইবনেখদীজ (রা:)থেকেএবং উম্মুল মুমিনীন মা আয়শা সিদ্দীকা (রা:)থেকে হাদীস গ্রহণ করেছেন-সুবহানাল্লাহ
২য় পদ্ধতি : ইমামে আযম আবু হানীফা হযরতযায়দ বিন আসলামথেকে তিনি হযরতওমরের মওলা আসলামথেকে তিনি হযরতওমর বিন থাত্তাব থেকে
২য় পদ্ধতির ছক : হযরতআসলাম মাওলা ওমর+যায়দ বিন আসলাম+ইমামে আযম আবু হানিফা
২য় পদ্ধতির তাহকীক বা যাচাই:-হযরত যায়দ(ওফাত-১৩৬ হি:)এর পিতা আসলামতিনি হযরত ওমর ফারুক (রা:)থেকেহাদীস বর্ণনা করতেনসে কথাকে ইমামমুসলিম ইবনেহিব্বানের মত প্রখ্যাত মুহাদ্দিস গণ বর্ণনা করেছেন. হাদীসের প্রসিদ্ধ ইমাম, ইমাম ইবনেহাতেম, ইমাম ইবনেহিব্বান, ইমাম যাহাবী ইমাম সূয়ুতী হযরতযায়দের আলোচনা করতেগিয়ে বলেন, তিনিনিম্নোক্ত সাহাবায়ে কেরাম থেকে হাদীস সংগ্রহ করেছেন যেমন-নিজ পিতা হযরত আসলাম(রা:)থেকে হযরতআব্দুল্লাহ ইবনে ওমর(রা:)থেকে হযরতআনাস ইবনে মালেক(রা:)থেকে হযরতজাবের ইবনে আব্দুল্লাহ (রা:)থেকে এবং উম্মুল মুমিনীন মা আয়শা সিদ্দীকা (রা:)থেকে হাদীসগ্রহণ করেছেন-সুবহানাল্লাহ
আশাকরি সম্মানীত পাঠকগণ একটুহলেও ইমামে আযমেরকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি যা অনেক বাতিলদের শায়েস্তা করারজন্য এই পোষ্ট গুলি যত্নে তুলেরাখবেন আশাকরি আল্লাহ হাফেজ-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ
সূত্র-
মিযযী-তাহযীবুল কমাল-১৬/৫৫৭
যাহাবী-সিয়ারু আলামিন নুবালা-/৭১
মুফেত-মানাবিকুল ইমাম আযম আবী হানীফা-/৫০
করদরী-মানকিবুল ইমাম আযম আবী হানীফা-/৮৬
মিযযী-তাহযীবুল কমাল-১০/১৪৬
হাসকাফী-মুসনাদুল ইমাম আযম পৃষ্ঠা-১৮৯ নং হা:-৩৮৭
সালেহী-উকদুল জিমান ফি মানকিবুল ইমাম আযম আবী হানীফা-৭২ পৃ:
মুসলিম-আল কুনা ওয়ালআসমাহ-/২৭৭-হা: নং-৭২
ইবনে হিব্বান-আস সেকাত-/৪৫
মূল সূত্র-সাহাবা আহলে বায়ত থেকেহাদীস বর্ণনা-শায়খুল ইসলাম : তাহেরুল কাদরী

 
Top