প্রশ্ন: মুফতি সাহেব, সাধারণ মানুষ কিছু রহস্যময় চিহ্নের কারণে প্রায়ই বলে যে, দাজ্জাল বারমুডা ট্রায়াঙ্গেলে বন্দি আছে। কারণ, সেখান থেকে কিছু বিমান ও নৌকা ইত্যাদি অদৃশ্য হয়েছে। আবার কিছু লোক জাপানের নিকটবর্তী সমুদ্রের একটি অংশকে 'শয়তানের ত্রিভুজ' (Devil's Triangle) নামে অভিহিত করে দাবি করে যে, দাজ্জাল সেখানে আছে। এভাবে বলা বা বিশ্বাস করা শরী‘আতের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য?



উত্তর:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْجَوَابُ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الْحَقِّ وَالصَّوَابِ



দাজ্জাল সম্পর্কে দুনিয়াবী লোকেরা, বিশেষত ইউটিউবাররা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন মনগড়া রটনা প্রচার করে। অথচ শরী‘আতের পক্ষ থেকে এমন কোনো প্রমাণ নেই যে, দাজ্জালের আগমন বারমুডা ট্রায়াঙ্গেল থেকে হবে। বরং ক্বিয়ামতের নিকটবর্তী সময়ে তার আগমন প্রাচ্যের একটি এলাকা—‘খুরাসান’ থেকে হবে। এছাড়া নির্দিষ্টভাবে অন্য কোনো স্থানের উল্লেখ নেই।





যেমন পবিত্র হাদীস শরীফে ইরশাদ হয়েছে:

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الدَّجَّالَ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالْمَشْرِقِ يُقَالُ لَهَا: خُرَاسَانُ، يَتْبَعُهُ أَقْوَامٌ، كَأَنَّ وُجُوهَهُمُ الْمِجَانُّ الْمُطْرَقَةُ

অর্থাৎ: হযরত আবূ বকর সিদ্দীক  বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদের নিকট এ হাদীসটি বর্ণনা করেন: “দাজ্জাল প্রাচ্যের একটি দেশ থেকে আবির্ভুত হবে, যাকে ‘খুরাসান’ বলা হয়। এমন কিছু জনগোষ্ঠী তার অনুসরণ করবে যাদের মুখমণ্ডল হাতুড়ি পিটিয়ে বানানো ঢাল সদৃশ।।” [ইবনে মাজাহ, হাদীস নং ৪০৭২]


وَاللهُ أَعْلَمُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ



জবাব প্রদান -

মাওলানা মুহাম্মদ ফরমান রাযা মাদানী حَفِظَهُ اللهُ تَعَالَى

আল রাযা ক্বুরআন ওয়া ফিক্ব্‌হ্‌ একাডেমী, পাকিস্তান।

---
Translation reviewed and approved by Ala’Hazrat Academy
Top