প্রশ্ন: ইমাম যদি নামাযের দ্বিতীয় রাকাআতের বৈঠকে তাশাহ্‌হুদ পড়ে দাঁড়িয়ে যায় তাহলে মুক্বতাদী কি তাশাহ্‌হুদ সম্পূর্ণ পড়বে নাকি দাঁড়িয়ে যাবে?

উত্তর:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْجَوَابُ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الْحَقِّ وَالصَّوَابِ


ইমাম যদি নামাযে বৈঠকে তাশাহ্‌হুদ পড়ে দাঁড়িয়ে যায় আর মুক্বতাদী যদি তখনো তাশাহ্‌হুদ সম্পূর্ণ না করে, তাহলে 'عَبْدُهُ وَرَسُولُهُ' পর্যন্ত আত্তাহিয়্যাত পড়ে দাঁড়ানো তার উপর ওয়াজিব।

দুররুল মুখতারে আছে,



او قیام لثالثة(قبل تمام المؤتم التشهد) فانه لا يتابعه بل یتمه لوجوبه


অনুবাদঃ অথবা ইমাম যদি মুক্বতাদী'র তাশাহ্‌হুদ সম্পূর্ণ করার আগেই তৃতীয় রাকাআতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে মুক্বতাদী এটা অনুসরণ করবে না বরঞ্চ তাশাহ্‌হুদ ওয়াজিব হওয়ার কারণে সে এটা সম্পূর্ণ করবে। [আল-দুররুল মুখতার মা রুদ্দুল মুহতার, দ্বিতীয় খন্ড, পৃ. ২৪৪]

وَاللهُ أَعْلَمُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

জবাব প্রদান - আবুল বানাত ফারায আত্তারী মাদানী حَفِظَهُ اللهُ تَعَالَى
আল রাযা ক্বুরআন ওয়া ফিক্ব্‌হ্‌ একাডেমী, পাকিস্তান।
---



বাংলা অনুবাদ – আশিকুর রহমান অনিম
Checked and Approved by Ala’Hazrat Academy
Top