প্রশ্ন: দ্বীনের সম্মানিত আলিমগণ এই ব্যাপারে কী বলেন— সবচেয়ে উত্তম দরূদ পাক কোনটি?



উত্তর:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْجَوَابُ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الْحَقِّ وَالصَّوَابِ


দরূদে ইবরাহিমীই সবচেয়ে উত্তম দরূদ পাক, যা নামাযের জন্যও নির্ধারিত করা হয়েছে। হযরত আবদুর রহমান ইবনে আবি লাইলা رَضِيَ اللهُ عَنْهُ বলেন, আমার হযরত কাব ইবনে উজরা رَضِيَ اللهُ عَنْهُ'র সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আমাকে বললেন, “আমি কি তোমাকে সেই উপহারটি দেব না, যা আমি সরাসরি রাসুলাল্লাহ ﷺ'র কাছ থেকে শুনেছি?”


আমি বললাম, “জ্বী, কেন নয়? পেশ করুন।”
তিনি বললেন, “আমরা রাসুলাল্লাহ ﷺ'র দরবারে আর্‌য্‌ করলাম,
ইয়া রাসুলাল্লাহ ﷺ নিশ্চয়ই আল্লাহ ﷻ আমাদেরকে (আপনার) প্রতি সালাম প্রেরণের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আপনার প্রতি এবং আপনার আহ্‌লে বাইতের প্রতি দুরূদ কীভাবে প্রেরন করবো?


এতে রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করলেন, এভাবে বলবে,



اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ


[সহীহ্‌ বুখারী, খণ্ড ২, পৃষ্ঠা ৪২৯, হাদিস ৩৩৭০]



আ‘লা হযরত ইমাম আহলে সুন্নাত, হযরতে আল্লামা, মাওলানা, আলহাজ, হাফিয, আল-ক্বারী শাহ্‌ ইমাম আহ্‌মাদ রাযা খান رَحْمَةُ اللّٰهِ عَلَيْهِ ইরশাদ করেন,

“সব দরূদের মধ্যে সর্বোত্তম সেই দরূদ, যা সর্বশ্রেষ্ঠ আমল অর্থাৎ নামাযে নির্ধারিত হয়েছে (অর্থাৎ দরূদে ইবরাহিমী।)”
(ফাতাওয়া রাযাভিয়াহ্‌, সংকলিত সংস্করণ, খণ্ড ৬, পৃষ্ঠা ১৮৩)

وَاللهُ أَعْلَمُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

জবাব প্রদান - মাওলানা মুহাম্মদ ফারমান রাযা মাদানী حَفِظَهُ اللهُ تَعَالَى
আল রাযা ক্বুরআন ওয়া ফিক্ব্‌হ্‌ একাডেমী, পাকিস্তান।
---



বাংলা অনুবাদ – রাকিব রিদ্বা
Checked and Approved by Ala’Hazrat Academy
Top