প্রশ্ন: জানাযার নামায আদায়ের জন্য কতজন ব্যক্তির উপস্থিতি আবশ্যক?



উত্তর:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْجَوَابُ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الْحَقِّ وَالصَّوَابِ


একজন ব্যক্তি উপস্থিত থাকলেও জানাযার নামায আদায় হয়ে যায় [জানাযার নামাযে উপস্থিত থাকার জন্য নির্দিষ্ট সংখ্যার শর্ত নেই]। জানাযার নামায "ফর্‌যে-কিফায়া" অর্থাৎ মুসলমানদের কেউ একজন এটি আদায় করলে সকলেই দায়মুক্ত হবে অন্যথায় যাদের কাছে মৃত্যুসংবাদ পৌঁছেছে তারা গুনাহগার হবে। [আদ দূররুল মুখতার ওয়া রদ্দুল মুহতার, ৩/১২০, ফতোয়ায়ে হিন্দিয়া, ১/১৬২]

وَاللهُ أَعْلَمُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

জবাব প্রদান -
মুফতী আহ্‌সান আত্তারী বিন মাওলানা হুযূর বাখ্‌শ্‌ সুলাইমী حَفِظَهُ اللهُ تَعَالَى
আল রাযা ক্বুরআন ওয়া ফিক্ব্‌হ্‌ একাডেমী, পাকিস্তান।

---

বাংলা অনুবাদ – হামিম রেজা
Checked and Approved by Ala’Hazrat Academy
Top