প্রশ্ন: বিড়াল কেনা-বেচা করার বিধান কী? এ প্রসঙ্গে হাদীস শরীফে কি কোনো নিষেধাজ্ঞা এসেছে?



উত্তর:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْجَوَابُ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الْحَقِّ وَالصَّوَابِ



সকল (চার মাযহাবের) ইমামগণের সর্বসম্মত অভিমত হলো, বিড়াল ক্রয়-বিক্রয় করা জায়িয (বৈধ)।
হাদীস শরীফে এ প্রসঙ্গে যে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লিখিত হয়েছে, মুহাদ্দিসীন ও ব্যাখ্যাকারগণ এর একাধিক ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের মতে, এই নিষেধাজ্ঞা হয় এমন বিড়ালকে উদ্দেশ্য করে, যা উপকারে আসে না; অথবা এটি একটি ‘তানযীহী’ (মাকরূহ) পর্যায়ের নিষেধাজ্ঞা।


ইমাম নববী رحمة الله عليه তাঁর সুবিখ্যাত গ্রন্থ শারহুল মুসলিম-এ এ সম্পর্কে লিখেছেন:


وَأَمَّا النَّهْيُ عَنْ ثَمَنِ السِّنَّوْرِ فَهُوَ مَحْمُولٌ عَلَى أَنَّهُ لَا يَنْفَعُ أَوْ عَلَى أَنَّهُ نَهْيٌ تَنْزِيْهٌ



অর্থ: "আর বিড়ালের মূল্য (ক্রয়-বিক্রয়) সম্পর্কে যে নিষেধাজ্ঞা এসেছে, তা হয় এই মর্মে ব্যাখ্যা করা হবে যে, বিড়ালটি উপকারে আসে না; অথবা এটি একটি তানযীহী নিষেধাজ্ঞা (মাকরূহ্‌ তানযীহী)।" [শারহুল মুসলিম লিন-নববী, খণ্ড ১০, পৃষ্ঠা ২৩৩]



ফাতাওয়া হিন্দিয়ায় বর্ণিত হয়েছে:


وكذلك بيع السنور وسباع الوحش و الطير جائز عندنا معل وَكَذَلِكَ بَيْعُ السِّنَّوْرِ وَسِبَاعِ الْوَحْشِ وَالطَّيْرِ جَائِزٌ عِنْدَنَا مُعَلَّمًا كَانَ أَوْ لَمْ يَكُنْ كَذَا فِي فَتَاوَى قَاضِيْ خَانْ



অর্থ: "অনুরূপভাবে বিড়াল, বন্য পশু এবং পাখির ক্রয়-বিক্রয় আমাদের (অর্থাৎ হানাফী মাযহাব অনুযায়ী) মতে জায়িয (বৈধ)—তা প্রশিক্ষিত হোক বা না হোক। ফাতাওয়া ক্বাযী খান-এও অনুরূপ উল্লেখ করা হয়েছে।" [ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড ৩, পৃষ্ঠা ১১৪]



ফাতাওয়া শামী (আদ-দুররুল মুখতার মা'আ রাদ্দুল মুহ্‌তার)-তে বিড়াল ক্রয়-বিক্রয় বৈধ হওয়ার কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে:



لِأَنَّهَا تَصْطَادُ الْفَارَ الْهَوَامَّ الْمُؤْذِيَةَ فَهِيَ مُنْتَفَعٌ بِهَا



(বিড়ালের কেনা-বেচা বৈধ) কারণ এটি ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড় শিকার করে, ফলে বিড়াল দ্বারা উপকার লাভ করা যায়। [ফাতাওয়া শামী, খণ্ড ৭, পৃষ্ঠা ৫০৫]


অতএব, সর্বসাধারণের উপকারে আসে বিধায় হানাফী মাযহাবসহ অধিকাংশ ইমামগণের মতে বিড়াল ক্রয়-বিক্রয় করা জায়িয।

وَاللهُ أَعْلَمُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ


জবাব প্রদান - মুফতী আবুল বানাত ফারায আত্তারী মাদানী حَفِظَهُ اللهُ تَعَالَى
আল রাযা ক্বুরআন ওয়া ফিক্ব্‌হ্‌ একাডেমী, পাকিস্তান।
---



বাংলা অনুবাদ - সৈয়দ মহম্মদ হুসাইন
Checked and Approved by Ala’Hazrat Academy
Top