প্রশ্ন: জুমআর সুন্নাত নামায আদায়ের সময় যদি খুতবা শুরু হয়ে যায়, তাহলে কি সেই সুন্নাত নামায ভেঙে দিতে হবে নাকি সম্পূর্ণ করতে হবে?
উত্তর:
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْجَوَابُ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الْحَقِّ وَالصَّوَابِ
প্রথমত, চেষ্টা করা উচিত এমন সময়ে মসজিদে পৌঁছানোর, যাতে খুতবা শুরুর আগেই সুন্নত নামায সম্পন্ন করা যায়। তবে যদি খুতবা শুরুর আগে সুন্নত নামায শুরু করা হয় এবং নামায চলাকালীন খুতবা শুরু হয়ে যায়, তাহলে সেই সুন্নত নামায সম্পূর্ণ করতে হবে।
ফাতাওয়ায়ে শামি-তে উল্লেখ আছে:
( والشارع فی نفل لا يقطع مطلقا) ويتمه ركعتين ( وكذا سنة الظهر و ) سنة ( الجمعة إذا أقيمت أو خطب الإمام) يتمها أربعا (على) القول (الراجح)
অর্থাৎ যে ব্যক্তি নফল নামায শুরু করেছে (জামাআত শুরু হয়ে যাওয়ার পরিস্থিতিতে) কোনোভাবেই নামায ভঙ্গ করবে না; বরং সে তার দুই রাকাত সম্পন্ন করবে। একইভাবে, যদি জামাআত দাঁড়িয়ে যায় বা ইমাম খুতবা শুরু করে তবে রাজিহ্ (গ্রহণযোগ্য) মত অনুযায়ী যোহর ও জুমআর চার রাকাআত সুন্নাত নামায সম্পূর্ণ করতে হবে। [ফাতাওয়া শামী, ২/৬১১]
وَاللهُ أَعْلَمُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ
জবাব প্রদান – মাওলানা মুহাম্মাদ আইয়ুব বারেল্ভী حَفِظَهُ اللهُ تَعَالَى
আল রাযা ক্বুরআন ওয়া ফিক্ব্হ্ একাডেমী, পাকিস্তান।
---
বাংলা অনুবাদ – হামিম রেজা
Checked and Approved by Ala’Hazrat Academy