উত্তর:
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْجَوَابُ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الْحَقِّ وَالصَّوَابِ
খুতবার সময় উপস্থিত মুক্বতাদী মৌখিকভাবে (দ্বিতীয় আযানের) জবাব দিবেন না; মনে মনে জবাব দিতে পারেন। তবে খতীব (খুতবাদাতা) যদি চান তিনি মৌখিকভাবে জবাব দিতে পারেন।
ফাতাওয়া রাযাভিয়াহ্-তে রয়েছে: “মুক্বতাদীগণ কোনোভাবেই খুতবার আযানের জবাব দিবেন না, এটিই আহ্ওয়াত (অধিক সতর্কতা)। তবে যদি খুতবার আযানের জবাব অথবা (দুই খুতবার মাঝখানের) দুআ যদি কেবল মনে মনে করা হয়, মৌখিকভাবে তালাফফুয’এ আসলান (একেবারেই কোনো রকম শব্দ উচ্চারণ) না হয়, সেক্ষেত্রে এতে কোনো ক্ষতি নেই। আর ইমাম অর্থাৎ খতীব (খুতবাদাতা) মুখেও আযানের জবাব অথবা দুআ করতে পারেন— এতে কোনো প্রকার অসুবিধা নেই। [ফাতাওয়া রাযাভিয়াহ্, ৮/ ৩০০, ৩০১]
وَاللهُ أَعْلَمُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ
জবাব প্রদান -
মাওলানা হাফিয আহ্সান আহ্মাদ বিন মাওলানা হুযূর আহ্মাদ حَفِظَهُ اللهُ تَعَالَى
আল রাযা ক্বুরআন ওয়া ফিক্ব্হ্ একাডেমী, পাকিস্তান।
---
Translation reviewed and approved by Ala’Hazrat Academy