জানাবতের বর্ণনা



মাসআলাঃ শুধুমাত্র বীর্য বের হওয়া গোসল ফরয হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং লাফালাফি করে ও উত্তেজনার সাথে মনী বা বীর্য বাহির হওয়া গোসল ফরয হওয়ার জন্য শর্ত। এ বীর্য বের হওয়া স্পর্শ করার কারণে হোক অথবা দেখার কারণে হোক অথবা হাতের আমল অর্থাৎ হস্ত-মৈথুনের কারণে। নিদ্রাবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায়। পুরুষ থেকে হোক অথবা মহিলা থেকে। যদি উপরোক্ত শর্ত ছাড়া বীর্য বের হয় তাহলে জানাবাত প্রমাণিত হবেনা এবং গোসলও ফরয হবেনা। যেমন কোন ব্যক্তি বোঝা তথা ভারী কোন বস্তু উঠাল অথবা রোগের কারণে অথবা উপরে বর্ণিত কারণ ব্যতিত অন্য কোন কারণে বীর্য বের হল তাহলে গোসল ফরয হবেনা এবং তাকে অপবিত্রও বলা যাবে না।  ২

➥২. ফতোয়ায়ে আলমগীরী।

  

মাসআলাঃ যদি কোন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানায় কিংবা রানে অথবা লিঙ্গের ছিদ্র মুখে ভেজার চিহ্ন পায় এমতাবস্থায় যদি তার স্বপ্নদোষের কথা স্মরণ হয় এবং তার মজী অথবা মনী বা বীর্য বের হওয়ার ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস থাকে অথবা সন্দেহ হয়। সর্বাবস্থায় তার উপর গোসল ওয়াজিব হবে। আর যদি ওদী হওয়ার মধ্যে তার নিশ্চিত ধারণা হয়, তবে তার উপর গোসল ওয়াজিব হবেনা। ৩

➥৩. রদ্দুল মুহ্তার পৃষ্ঠা-১১, আলমগীরী।

 

মাসআলাঃ যদি কোন মহিলা সহবাসের পরে গোসল করে নামায আদায় করল। তারপর তার লজ্জাস্থান দিয়ে তার স্বামীর বীর্য বের হয়ে আসল, এমতাবস্থায় তার গোসল ও নামায কোনটাই পুনরায় করতে হবেনা।  ৪

➥৪. রদ্দুল মুহতার, পৃষ্ঠা- ১০৮।


মাসআলাঃ যদি কারো পেশাব করা অবস্থায় উত্তেজনার সাথে বীর্য বের হয়ে আসে তাহলে গোসল ফরয  হবে। নতুবা নয়। ৫

 ➥৫. ফতোয়ায়ে আলমগীরী।


মাসআলাঃ স্বামী-স্ত্রী উভয়ে এক বিছানায় বিশ্রাম নিল এবং সহবাস না করেই শুয়ে পড়ল। ঘুম থেকে জেগে বিছানায় দাগ পেল। অথচ স্বপ্নদোষের কথা কারো স্মরণ নেই এক্ষেত্রে এই দাগটি যদি লম্বা আদা বর্ণের ও গাড় হয়, তবে স্বামীর উপর গোসল ওয়াজিব। আর যদি দাগটি গোল, হালকা ও হলুদ বর্ণের হয়, তবে স্ত্রীর উপর গোসল ওয়াজিব। তবে সতর্কতা হিসেবে উভয়েই গোসল করে নেবে। ৬

 ➥৬. ছগীরী, পৃষ্ঠা-২৩।


মাসআলাঃ মনী গাঢ় এবং সাদা বর্ণের হয়, যা উত্তেজনার সাথে বেগে বের হয়ে লিঙ্গকে নিস্তেজ করে দেয়। মঝী ঐ সাদা হলুদে মিশ্রিত পাতলা পিছলে পানিকে বলা হয় যা স্ত্রীর সাথে খেলা করার সময় অথবা স্ত্রীর প্রতি গভীর মনযোগী হওয়ার সময় লিঙ্গের উত্থান অবস্থায় বের হয়। ওদী ঐ গাঢ় সাদা পানিকে বলা হয়, যা পেশাবের পর বের হয়। ৭

➥৭. শামী, হেদায়া।

 

মাসআলাঃ মনী (বীর্য) বের হলে গোসল ফরয হয়। মঝী ও ওদী বের হলে গোসল ফরয হয় না। ৮

➥৮. তানভীর, দুররে মুখতার।

 
Top