হজ্বের বর্ণনা



মাসআলাঃ মুহরিম ব্যক্তি হালাল হওয়ার জন্য অর্থাৎ নিজ ইহরাম খুলার জন্য মাথা মুন্ডানো বা ছোট করা নিজে করতে পারবে কিনা?  কতিপয় লোক বলেন, ইহরাম থেকে বাইর হওয়ার জন্য জরুরী হল- স্বীয় মাথা মুন্ডানো বা ছোট করা মুহরিম ব্যতীত অন্য ব্যক্তি দ্বারা সম্পাদন করবে, কিংবা মুন্ডানো বা ছাটানো নিজেও করতে পারবেন।১৩৪ 

 ➥১৩৪. ফতওয়ায়ে মাহমোদিয়া, ১৭তম খণ্ড, ১৯২পৃষ্ঠা।


মাসআলাঃ বৃদ্ধ দূর্বল ব্যক্তির উপরও সক্ষম অবস্থায় হজ্ব ফরয।  ১৩৫

 ➥১৩৫. ফতওয়ায়ে মাহমোদিয়া, ১৭তম খণ্ড, ১৯২ পৃষ্ঠা।


মাসআলাঃ ‘বদায়িউস্ সানায়ে’ গ্রন্থে আছে যে, ‘তাওয়াফ করার জন্য অপবিত্রতা, হাদস, জানাবত, হায়েজ-নিফাস থেকে পাক হওয়া শর্ত নয় এবং পাক হওয়া আমাদের হানাফি মযহাবে ফরয নয়, বরং ওয়াজিব। সুতরাং পবিত্রতা বিহীন তাওয়াফ করা জায়েয। তবে ইমাম শাফেঈ (رحمة الله)’র মতে, পবিত্রতা তাওয়াফের জন্য ফরয। সুতরাং তাঁর মতে, পবিত্রতা বিহীন তাওয়াফ করা বৈধ নয়। হানাফিদের দলিল হলো যে, আল্লাহ্ তা‘আলার বাণী ‘বাইতুল আতিক আল্লাহর ঘরের তারা যেনো তাওয়াফ করে’। উক্ত আয়তে সাধারণভাবে তাওয়াফের হুকুম দেয়া হয়েছে, পবিত্রতার সাথে শর্তায়িত নয়। সুতরাং সাধারণ হুকুমকে খবরে ওয়াহেদ দ্বারা শর্তায়ন করা বৈধ নয়। ১৩৬

 ➥১৩৬. বদায়েউস সানায়ে, খণ্ড-২, পৃষ্ঠা-১২৯।

 
Top