ইমাম আবু হানীফা (رحمة الله) হচ্ছেন শাহানশাহে হাদীস



হ্যাঁ মুহাদ্দিস গণের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন শায়খুল ইসলাম ইমামুল হাদীস আবদুল্লাহ বিন ইয়াজিদ কুফী যখন ইমাম আযম আবু হানীফা (رحمة الله) থেকে কোন হাদীস বর্ণনা করতেন, তখন বলতেন আমার নিকট হাদীস বর্ণনা করেছেন- শাহানশাহে হাদীস, উহা খতীব বাগদাদী ও উল্লেখ করেছেন। যেমন ইমামে মিসর হাফেজ মিসর বিখ্যাত হাফেজে হাদীস যার ব্যাপারে ইমাম আল মুহাদ্দিসুল ফায়িল এ উল্লেখ আছে- যখন কখনো ইমাম শু’বা ও ইমাম সুফিয়ান এর মধ্যে কোন বিষয়ে মতবিরোধ হলে তখন উভয়ে বলতেন, চলুন মিযানুল আদল মিসরের নিকট গিয়ে তার মাধ্যমে ফায়সালা করাব। অথচ উভয় ইমামকে আমীরুল মু’মিনীন ফীল হাদীস বলা হত, এ মিসর বলতেন আমি ইমাম আবু হানীফা-এর সাথে হাদীস নিয়ে আলোচনা শুরু করলাম তখন তিনি আমার উপর বিজয়ী হলেন যুহদ ও তাক্বওয়া বিষয়ে আলোচনা শুরু করলাম- তখন সে বিষয়েও আমার উপর বিজয়ী হলেন, ফিকহ নিয়ে তার সাথে আলোচনা করলাম সে অবস্থা তো তোমরা নিজেরাও দেখেছ যে, সকলের উপর তার অবস্থান তা সুস্পষ্ট। ২৩৯

 ➥২৩৯. তাজকিরায়ে মুহাদ্দিসীন, ১ম খণ্ড, মাওলানা আহমদ রেযা।

 
Top