ওলীদ ইবনে মুগীরার স্বীকারােক্তি

ইমাম বায়হাকী ( র . ) ওলীদ ইবনে মুগীরার ঘটনা বর্ণনা করে বলেন , সে বালাগাত ফাসাহাতে তৎকালীন কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ ছিল । সে একবার নবী করিম (ﷺ) কাছে আরজ করল , আপনার উপর যা অবতীর্ণ হয় তা থেকে কিছু পড়ে আমাকে শুনান যাতে আমি তা নিয়ে গবেষণা করবাে । তখন তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করেন,
নিশ্চয়ই আল্লাহ তায়ালা ন্যায় প্রতিষ্ঠার , সৎ কাজের ও প্রতিবেশীকে দান করার আদেশ করেন । আর অশ্লীলতা , অবৈধ কাজ এবং অবাধ্য হওয়া থেকে নিষেধ করেন । তোমাদেরকে নসীহত বা সৎ উপদেশ দিছেন যাতে তােমরা উপদেশ গ্রহণ কৱতে পায় । (আল কুরআন) |

ওলীদ এই আয়াত শুনে বলল , আবার পড়ুন । তিনি দ্বিতীয়বার এই আয়াত তেলাওয়াত করলে ওলীদ বলল , আল্লাহর কসম , এই কালাম বড়ই মিষ্টি ও সতেজ । এর উপরিভাগ খেজুরে পূর্ণ আর নিম্নভাগ খুবই শক্ত ও মজবুত।   আর এটি কোন মানবের কালাম নয় । কুরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহর।

★ ইমাম ইউসূফ নাবহানী ( র . ) ( ১৩৫০হি . ) ,
হুজ্জাতুল্লাহি আলল আলামীন , গুজরাট , খণ্ড ১ , পৃ . ৪৭১

 
Top