আপনি আমাকে বিয়ে করুন:
🖋ফাহাদ আযাদ সিদ্দিকী

একজন তালেবে ইলম ( দ্বীনি জ্ঞান অন্বেষণকারী) শাইখের গল্প। পাঠকের খেদমতে পেশ করা হলো—

হাফেজ আবু ইসহাক আল-হাব্বাল রহ. বর্ণনা করেন— একদা আমি শাইখ আবু নসর আস্-সিজযী রহ. এর নিকট  উপস্থিত ছিলাম। তখন কেউ একজন দরজা করাঘাত করলো। আমি উঠে গিয়ে দরজা খুললাম। একজন মহিলা প্রবেশ করলো এবং একটি থলে বের করলো। থলেতে সেসময়কার ১০০০ ( একহাজার) দিনার ছিল। মহিলাটি শাইখের সামনে থলেটি রাখলো এবং বললো —আপনি যেখানে চান দিনারগুলো খরচ করুন।
শাইখ জিজ্ঞেস করলেন—আপনার উদ্দেশ্য কী?
মহিলাটি বললো— আপনি আমাকে বিয়ে করুন। আমার প্রয়োজন বিবাহ নয়, আমি শুধু আপনার খেদমত করতে চাই। 
শাইখ তাকে থলেটি নিতে বললেন এবং চলে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। 
মহিলাটি যখন চলে গেলো তখন শাইখ বললেন—আমি ইলমে দ্বীন তালাশ করার উদ্দেশ্যে সিজিস্তানে বের হলাম । যখনি আমি বিয়ে করবো তখনি ‘তালেবে ইলম’ নামটি আমার কাছ থেকে ঝড়ে পড়বে । আর  ইলম অন্বেষণ ব্যতীত অন্যকোনো বস্তু আমাকে প্রভাবিত করতে পারেনি।
• [সাফহাতু মিন্ সাবরিল উলামা আ'লা শাদা-ইদিল ইলম ওয়াত্ তাহসীল- ৩১,৩২ পৃষ্ঠা।]

প্রকৃত তালেবে ইলম কত একনিষ্ঠ।  একজন মহিলা স্বয়ং নিজে হাজার দিনার নিয়ে আসলো উনাকে বিবাহ করার জন্য। আর তিনি সে আবেদন ফিরিয়ে দিলেন। আর এখনকার সময়ে এমন কাউকে এসে যদি কোনো মেয়ে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখনকার তালেবে ইলমরা জলদি বিবাহের স্ট্যাটাস দেয়। আল্লাহ তায়ালা আমাদেরকে একনিষ্ঠ ও সত্যিকার তালেবে ইলম হওয়ার তৌফিক দান করুক। আমীন।
• 

 
Top