চাঁদ দেখে বছর গণনা, গ্রহণকাল পঞ্জিকা




বিজ্ঞানী ইবনে যাবির আল হাররানী আল বাত্তানী (২৩৯ – ৩১৫ হিজরী, ৮৫৩-৯২৯ ঈসায়ী) সূর্য ও চন্দ্র অক্ষের তালিকার উন্নতি ঘটান। এছাড়া তিনি অমাবস্যার বা জিরো মুনের পর নতুন চাঁদ কখন দেখা যাবে, সোলার ও সাইডেরাল বছর, গ্রহনকাল ও প্যারালাক্স এরও হিসাব করেন। সেইসময় ইয়াহইয়া ইবন আবী মনসুর ব্যাপক পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে পঞ্জিকা “জিজ আল মুমতাহান” তৈরী করেন, যেটাতে তিনি টলেমির আল মাজেস্টের সকল মানগুলো সংশোধন করেন।
 
Top