নারীর পায়জামা টাখনুর নিচে হবে


বর্তমানে আর এক নতুন ফ্যাশন পরিলক্ষিত হয়, তা হলো যুবতী নারীরা তাদের পায়জামা টাখনুর প্রায় এক বিঘত উপরে করে সেলাই করে যেন পায়ের গোড়ালী দেখা যায়। অথচ ঐ অংশও তাদের সতরের অংশ যা ঢেকে রাখা ওয়াজিব। হযরত আনাস ইবনে মালিক (رضي الله عنه) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (ﷺ)


شبر لفاطمة من عقبها شبرا وقال هذا ذيل المرءة  

হযরত ফাতিমা  (رضي الله عنه) কে পায়ের পেছনের অংশ অর্থাৎ গোড়ালী থেকে এক বিঘত পরিমাণ পায়জামা লম্বা রাখতে অনুমতি দিয়েছেন এবং ইরশাদ করেছেন-নারীদের কাপড় এতটুকু ঝুলে থাকবে। ২৫৬

২৫৬.নুরুদ্দিন আলী ইবনে আবু বকর র. ( (৮০৮ হি.), মাজমাউয যাওয়ায়েদ, খণ্ড ৫, পৃ. ১২৭

 

হযরত আবদুল্লাহ ইবনে ওমর  (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকারের নিয়তে নিজের পরিধেয় কাপড়কে টাখনুর নিচে ঝুলিয়ে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তা’য়ালা তার দিকে অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন না। 

فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: فَكَيْفَ يَصْنَعْنَ النِّسَاءُ بِذُيُولِهِنَّ؟ قَالَ: يُرْخِينَ شِبْرًا، فَقَالَتْ: إِذًا تَنْكَشِفُ أَقْدَامُهُنَّ، قَالَ: فَيُرْخِينَهُ ذِرَاعًا، لاَ يَزِدْنَ عَلَيْهِ قال الترمذى وفى الحديث رخصة للنساء فى جر الازار لانه يكون  استر لهن 

অতঃপর হযরত উম্মে সালামা (رضي الله عنه) আরয করলেন, নারীরা নিজের পরিধেয় কাপড় কীভাবে রাখবে? তিনি বললেন, নারীরা এক বিঘত অতিরিক্ত রাখবে। হযরত উম্মে সালামা  (رضي الله عنه) আরয করলেন, যদি এতে করেও পা অনাবৃত থাকে? তখন তিনি বললেন, তাহলে এক হাত পরিমাণ নিচে ঝুলিয়ে রাখবে- এর থেকে অতিরিক্ত নয়। ইমাম তিরমিযী (رحمة الله) বলেন, এই হাদিসে নারীদেরকে টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখার আদেশ এসেছে। এতে তাদের জন্যে অধিক সতর সংরক্ষিত হবে। ২৫৭

২৫৭.ইমাম তিরমিযী র. (২৭৯ হি.), সুনানে তিরমিযী, পৃ.২০৬

 
Top