উম্মুল মু’মিনীন সায়্যিদাতুনা আয়িশা (رضي الله عنه)-এর আক্বিদা

আল্লাহর নামে যবেহ করার সময় যার সাওয়াব করা উদ্দেশ্য তার নাম নেয়ার বৈধতাঃ-

উম্মুল মু’মিনিন সায়্যিদাতুনা আয়িশা (رضي الله عنه) হতে বর্ণিত, রাসূল (ﷺ) একটি শিং ওয়ালা ভেড়ার আদেশ দিয়েছেন, যার হাত (সামনের দু’পা) পা এবং চোখ কালো। সুতরাং কুরবানীর জন্য এরূপ ভেড়া আনা হল। রাসূল (ﷺ) বললেন, হে আয়িশা, ছুরি নাও, এটাকে পাথরের সাথে ধার দাও। যবেহ করার সময় বললেন-


بِاسْمِ اللهِ، اللهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ، وَآلِ مُحَمَّدٍ، وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ، ثُمَّ ضَحَّى بِهِ


‘আল্লাহর নামে, হে আল্লাহ, মুহাম্মাদ (ﷺ), আলে মুহাম্মাদ (ﷺ) এবং উম্মাতে মুহাম্মাদ (ﷺ)-এর পক্ষ হতে এটা কবুল করুন। তারপর এটা যবেহ করলেন।’ ৩০২

{৩০২.সহীহ মুসলিম শরীফ, ৩/১৫৫৭ পৃ. হা/১৯৬৭, পরিচ্ছেদ: بَابُ اسْتِحْبَابِ الضَّحِيَّةِ، وَذَبْحِهَا مُبَاشَرَةً بِلَا تَوْكِيلٍ، وَالتَّسْمِيَةِ وَالتَّكْبِيرِ, খতিব তিবরিযি, মিশকাত, ১/৪৫৭ পৃ. হা/১৪৫৪, ইমাম আবু দাউদ, আস-সুনান, ৩/৯৪ পৃ. হা/২৭৯২}


আক্বিদা

পশু যবেহের সময় যার সাওয়াব পৌঁছানো উদ্দেশ্য তার নাম নেয়া বৈধ। আহলে সুন্নাত ওয়াল জামা‘আত সায়্যিদুনা গাউসুল আযম (رضي الله عنه) যে গিয়ারভী শরীফ করেন, এর মধ্যে গাউসে পাক (رضي الله عنه) কে ঈসালে সাওয়াব করা হয়।

 
Top