উম্মাতের মৃত্যুর ইলমঃ-

উম্মুল মু’মিনীন সায়্যিদাতুনা আয়িশা (رضي الله عنه) বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) তদীয় কন্যা হযরত ফাতিমা (رضي الله عنه) কে ডাকেন এবং কানে কানে কি যেন বললেন, ফাতিমা (رضي الله عنه) তখন কাঁদতে লাগলেন, পুনরায় কানে কানে কি যেন বললেন, তখন তিনি হাঁসতে লাগলেন।


হযরত আয়েশা (رضي الله عنه) বলেন, আমি হযরত ফাতিমা (رضي الله عنه) কে জিজ্ঞাসা করলাম, রাসূল (ﷺ) আপনাকে এমন কি বলেছেন যে, আপনি প্রথমবার কাঁদলেন এবং দ্বিতীয়বার হেঁসেছেন? হযরত ফাতিমা (رضي الله عنه) বললেন, 


سَارَّنِي فَأَخْبَرَنِي بِمَوْتِهِ، فَبَكَيْتُ، ثُمَّ سَارَّنِي، فَأَخْبَرَنِي أَنِّي أَوَّلُ مَنْ يَتْبَعُهُ مِنْ أَهْلِهِ فَضَحِكْتُ


-‘‘রাসূলে কারীম (ﷺ) প্রথমবার কানে কানে তাঁর ইন্তিকালের সংবাদ দিলে আমি কাঁদি। আর দ্বিতীয়বার কানে কানে যখন এ সংবাদ দিলেন যে, আহলে বায়াতের (পরিবারের) মধ্যে আমিই প্রথম তাঁর সাথে মিলিত হব। তখন আমি হাঁসতে লাগলাম।’’ ৩০৫

{৩০৫. সহীহ মুসলিম শরীফ, ৪/১৯০৪ পৃ. হা/২৪৫০, হযরত ফাতিমা (رضي الله عنه)-এর ফযিলত অধ্যায়, মুসনাদে আবি ই‘য়ালা, ১২/১২২ পৃ. হা/৬৭৫৫, তাবরানী, মু‘জামুল কাবীর, ২২/৪২১ পৃ. হা/১০৩৭, ইমাম আহমদ, ফাযায়েলুস সাহাবা, ২/৭৫৪ পৃ. হা/১৩২২, বাগভী, শরহে সুন্নাহ, ১৪/১৬০ পৃ. হা/৩৯৫৯}


আক্বিদা

নবী কারীম (ﷺ) উম্মাতের ওফাত সম্পর্কে জানেন যে, তার ওফাত কখন হবে। এ জন্যই হযরত ফাতিমা (رضي الله عنه) কে বলেছেন, আহলে বায়াতের মধ্যে তুমিই আমার সাথে মিলিত হবে।

 
Top