৪. স্বামীর অনুমতি ব্যতিত নফল রোযা রাখার অনুমতি নেই। 


রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন- 

لَا يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَلَا تَأْذَنَ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ 

স্বামী উপস্থিত থাকলে তার অনুমতি ব্যতিত স্ত্রীর জন্য নফল রোযাজায়েয নেই এবং স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়ার অনুমতি নেই। ১০৫

১০৫. ইমাম মুসলিম (২৬১ হি.) সহীহ মুসলিম, সূত্র. মিশকাত; পৃ. ১৭৮


তবে গুনাহের কাজে স্বামীর আনুগত্য স্ত্রীর উপর আবশ্যক নয়। কারণ মিশকাত শরীফে হাদিস বর্ণিত আছে-

 لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ 

স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। সুতরাং স্বামী যদি স্ত্রীকে শরীয়ত বিরোধী কোনো কাজে আদেশ দেয় তা মানতে স্ত্রী বাধ্য নয়। ১০৬

১০৬.শরহুস সুন্নাহ, সূত্র. মিশকাত; পৃ. ৩২১


বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে-

 لَا طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوف 

অর্থাৎ কোন পাপ কাজে কারো আনুগত্য করা যাবে না, আনুগত্য কেবল সৎকাজে করা হবে। ১০৭

 ১০৭.বুখারী ও মুসলিম, সূত্র. মিশকাত; পৃ. ৩১৯

 
Top