উম্মুল মু’মিনীন সায়্যিদাতুনা মায়মূনা রাদ্বিয়াল্লাহু আনহার আক্বিদা


নুরানি বগলের শুভ্রতাঃ-


❏উম্মুল মু’মিনিন সায়্যিদাতুনা মায়মূনা (رضي الله عنه) বর্ণনা করেন, 


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ خَوَّى بِيَدَيْهِ - يَعْنِي جَنَّحَ - حَتَّى يُرَى وَضَحُ إِبْطَيْهِ مِنْ وَرَائِهِ. وَإِذَا قَعَدَ اطْمَأَنَّ عَلَى فَخِذِهِ الْيُسْرَى


-‘‘রাসূল (ﷺ) যখন সিজদায় যেতেন, তাঁর পিঠ মুবারকের বগলের শুভ্রতা দৃষ্টিগোচর হত। আর বসার সময় পায়ের উপরে বসতেন।’’৩২১

{৩২১. সহীহ মুসলিম শরীফ, ১/৩৫৭ পৃ. হা/৪৯৭, পরিচ্ছেদ: بَابُ مَا يَجْمَعُ صِفَةَ الصَّلَاةِ وَمَا يُفْتَتَحُ بِهِ وَيُخْتَمُ بِهِ............, সুনানে দারেমী, ২/৮৪১ পৃ. হা/১৩৭১, বায়হাকী, আস-সুনানুল কোবরা, ২/১৬৪ পৃ. হা/২৭০৬, সুনানে নাসাঈ, ২/২৩২ পৃ. হা/১১৪৭ এবং ১/৩৬৯ পৃ. হা/৭৩৭, ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ২৪/২১ পৃ. হা/৪৭, মুসনাদে ইসহাক ইবনে রাহবিয়্যাহ, ৪/২০৯ পৃ. হা/২০১২, ইবনে আছির, জামেউল উসূল, ৫/৩৭১ পৃ. হা/৩৫০২, হাইসামী, মাযমাউয-যাওয়াইদ, ২/১৩৯ পৃ. হা/২৮৪০}


আক্বিদা

নাবী কারিম (ﷺ)-এর সম্মানিত বিবি উম্মুল মু’মিনিন সায়্যিদাতুনা মায়মূনা (رضي الله عنه)ও প্রিয় নাবী (ﷺ)-এর অতুলনীয় বাশারিয়্যাতের বর্ণনা দিচ্ছেন। সাধারণত বগল নূরানি এবং শুভ্র হয় না। কিন্তু তিনি রাসূল (ﷺ)-এর বগল মুবারাকের নূরানিয়্যত এবং শুভ্রতা বর্ণনা করছেন।

 
Top