সায়্যিদুনা সাফওয়ান বিন আচ্ছাল (رضي الله عنه)'র আক্বিদা


হাত এবং পায়ে চুম্বন দেয়া ঃ-

সায়্যিদুনা সাফওয়ান বিন আচ্ছাল (رضي الله عنه) বলেন, দুজন ইয়াহুদী নাবী পাক (ﷺ)’র পবিত্র দরবারে উপস্থিত হয়ে প্রশ্ন করল। রাসূল (ﷺ) তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ইয়াহুদীরা উত্তর শুনলো অতঃপর-


فَقَبَّلُوا يَدَيْهِ وَرِجْلَيْهِ


-‘‘তাঁর (ﷺ)’র হাত এবং পা মুবারাক চুম্বন করলো।’’ আর আরয করল, 


نَشْهَدُ أَنَّكَ نَبِيٌّ


-“আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর নাবী।’’  ২৪১

{২৪১.ইমাম তিরমিযি, আস-সুনান, ৪/৩৭৪ পৃ. হা/২৭৩৩, খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ১/২৪পৃ:, হা/৫৮, সুনানে আবি দাউদ, হা/৫২২৫, সুনানে নাসাঈ, ৭/১১১পৃ. হা/৪০৭৮, ইমাম তিরমিযি (رحمة الله) এটি সংকলন করে লিখেন- هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. -‘‘এই হাদিসটি হাসান, সহীহ।’’ ইমাম ইবনে হাজার আসকালানী (رحمة الله) লিখেন- رَوَاهُ أَصْحَابُ السُّنَنِ بِإِسْنَادٍ قَوِيٍّ. -‘‘এই হাদিসটি সুনানে আরবাআতে রয়েছে, আর সনদটি শক্তিশালী।’’ (ইবনে হাজার, তাখখিছুল হবীর, ৪/১৭৩ পৃ. হা/২১৮৬) তিনি তার এক বিখ্যাত গ্রন্থে লিখেন-

أَوْرَدَ فِيهِ أَحَادِيثَ كَثِيرَةً وَآثَارًا فَمِنْ جَيِّدِهَا حَدِيثُ الزَّارِعِ الْعَبْدِيِّ

-‘‘এ বিষয়ে অনেক হাদিসে পাক বর্ণিত হয়েছে এর মধ্যে শক্তিশালী সনদ হল হযরত জারেঈন (رضي الله عنه) এর হাদিস।’’ (ইবনে হাজার, ফতহুল বারী, ১১/৫৭ পৃ.) আল্লামা ইবনুল মুলাক্কীন (رحمة الله) বলেন-

رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه بأسانيد صَحِيحَة.

-‘‘ইমাম তিরমিযি, নাসাঈ, ইবনে মাযাহ সনদটি সংকলন করেছেন। সনদটি সহীহ।’’ (বদরুল মুনীর, ৯/৪৮ পৃ.) ইমাম সুয়ূতি (رحمة الله) বলেন-

وَأَخْرَج التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَة وَالْحَاكِم وَصَححهُ

-‘‘ইমাম তিরমিযি, নাসাঈ, ইবনে মাযাহ সনদটি সংকলন করেছেন। হাকেম হাদিসটি সহীহ সনদে সংকলন করেছেন।’’ (খাসায়েসুল কোবরা, ১/৩১৭ পৃ.) আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله) লিখেন-

(رَوَاهُ التِّرْمِذِيُّ) وَقَالَ: حَسَنٌ صَحِيحٌ. (وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ) وَكَذَا الْحَاكِمُ وَقَالَ: صَحِيحٌ لَا يُعْرَفُ لَهُ عِلَّةٌ بِوَجْهٍ مِنَ الْوُجُوهِ وَلَمْ يُخَرِّجَاهُ.

-‘‘(ইমাম তিরমিযি এটি বর্ণনা করেছেন) এবং বলেছেন এটির সনদ হাসান, সহীহ। (ইমাম আবু দাউদ ও নাসাঈ এটি বর্ণনা করেছেন) ইমাম হাকিম (رحمة الله) বলেন, এ হাদিসটির সনদ সহীহ, এ হাদিসের সনদে কোন ক্রুটি আছে বলে আমি পরিচিত নই যদিওবা শাইখাইন এটি বর্ণনা করেননি।’’  (মিরকাত, ১/১৩০ পৃ. হা/৫৮) তাই হাদিসটি সহীহ বলে প্রমাণিত হল। }


আক্বিদা

হাত এবং পায়ে চুম্বন করা জায়িয যার বৈধতার উপর রাসূল (ﷺ)’র দৃঢ় প্রমাণ রয়েছে।  ২৪২

{২৪২. এ বিষয়ে অনেক সাহাবায়ে কেরামের কর্ম রয়েছে। 

عَنْ صُهَيْبٍ قَالَ: رَأَيْتُ عَلِيًّا يُقَبِّلُ يَدَ العَبَّاسْ وَرِجْلَيْهِ.

-‘‘সুহাইব (رحمة الله) হতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত মাওলা আলী (رضي الله عنه) কে দেখেছি হযরত আব্বাস (رضي الله عنه) আলী (رضي الله عنه) এর সম্মানিত চাচা এর হাতে ও পায়ে চুমু দিতে।’’ (ক. ইমাম বুখারী, আদাবুল মুফরাদাত : ২৩৮ পৃ. : হাদিস : ৯৭৬, ইমাম মুকরী : আর-রুখসাত : হাদিস : ১৫, ইবনে আসাকীর, তারীখে দামেস্ক, ২৬/৩৭২পৃ., ইবনে হাজার, ফতহুল বারী, ১১/৫৭ পৃ.) এ হাদিসের সনদ সম্পর্কে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে আমার লিখিত ‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচনা’ ১ম খণ্ড দেখুন। }


যারা এটাকে নাজায়িয এবং হারাম বলে স্পষ্টত তারা ভুলের মধ্যে রয়েছে এবং ইসলামি শিক্ষা থেকে তারা অনবিজ্ঞ। 


 
Top