২- بَابُ مَا جَاءَ فِيْ مَغْفِرَةِ الْـحَاجِّ


বাব নং ১০০.২. হাজীর মাগফিরাত প্রসঙ্গে


২২১. অনুবাদ: ইমাম আবু হানিফা আলকামা (رضي الله عنه) থেকে, তিনি নবী করিম (ﷺ)  থেকে বর্ণনা করেন, হাজীকে ক্ষমা করা হয় এবং হাজী যার জন্য ক্ষমা প্রার্থনা করে, তাকেও ক্ষমা করা হয় মুহাররম মাসের শেষ পর্যন্ত। 

(শুয়াবুল ঈমান, ৩/৪৮৩/৪১৩৫)


ব্যাখ্যা: ইবনে মাজাহ শরীফে আবু হোরায়রা (رضي الله عنه) থেকে মারফু রেওয়ায়েত বর্ণিত আছে যে, হজ্জ ও ওমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। যদি তারা আল্লাহর কাছে প্রার্থনা করে তা কবুল হয়, যদি ক্ষমা প্রার্থনা করে, তবে ক্ষমা করে দেওয়া হয়। 


❏ইমাম আহমদ (رحمة الله) ইবনে ওমর (رضي الله عنه) থেকে মারফু রেওয়ায়েত বর্ণনা করেন যে, যখন তোমরা হাজীর সাথে মিলবে, তাকে সালাম কর, তার সাথে মোসাফাহা কর এবং তার কাছে আবেদন কর যাতে ঘরে প্রবেশের পূর্বে তোমাদের জন্য দোয়া করে। কেননা তারা ক্ষমা প্রাপ্ত।


❏বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত , রাসূল (ﷺ)  ইরশাদ করেন, যে আল্লাহর জন্য হজ্জ করল অতঃপর কোন অশালীন কথা-কাজ ও গুনাহ না করে ঘরে ফিরে আসবে, তখন সে সেই দিনের ন্যায় হবে যে দিন তার মা তাকে জন্ম দিয়েছেন। অর্থাৎ নিষ্পাপ হয়ে সে ঘরে ফিরবে। ১৭৬

➥ ইমাম বুখারী (رحمة الله), (২৫৬ হিঃ) সহীহ বুখারী, খন্ড ১, পৃষ্ঠাঃ  ২০৬, হাদীস নং ১৪৩১


অপর এক হাদিসে বর্ণিত আছে রাসূল (ﷺ)  ইরশাদ করেন, হজ্জ গুনাহকে এমনভাবে ধুয়ে ফেলে যেভাবে পানি ময়লাকে ধুয়ে ফেলে।

 
Top