রদ্দে শামসের মূল ঘটনা



হযরত আলী (رضي الله عنه) এর আছরের নামাজের জন্য সূর্য প্রত্যাবর্তন এর উপর হাফেজ ইবনে তাইমিয়াহ’র অস্বীকারের মূল কারণ আর ردشمس এর মূল ঘটনার বর্ণনা।


প্রকাশ থাকে যে, ردشمس এর মূল ঘটনা সম্পর্কে মুহাদ্দিছ আনোয়ার শাহ কাশ্মিরি বলেন- হুজুর নবীয়ে দো-জাহান (ﷺ) হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহুকে কোন একটি কাজে আছরের নামাজের পূর্বে পাঠিয়েছিলেন। তিনি উক্ত কাজে তাশরীফ নিয়ে গেলেন এবং এমন অবস্থায় ফিরে আসলেন যখন তিনি আছরের নামাজ আদায় করেন নি। আর এদিকে সূর্য অস্তমিত হয়ে গেছে।


হুজুর সৈয়্যদে আলম (ﷺ) যখন এটি অবগত হলেন, তখন তিনি দোয়া করলেন, যার পরিপেক্ষিতে আল্লাহ তাআলা সূর্য ফিরিয়ে দিলেন। উল্লেখ্য যে, অত্র বর্ণনা ছাড়া, বিরোধীতার খাতিরে যে সকল বর্ণনা কম-বেশী নকল করা হয়েছে, তা মূল ঘটনার সাথে সম্পৃক্ত নয়।

 
Top