ইদ্দতের প্রকারভেদ


ইদ্দত মোট চার প্রকার। ১. হায়েযের মাধ্যমে ইদ্দত পালন করা। যে মহিলার মাসিক হয় সে তালাকপ্রাপ্তা হলে তার ইদ্দত হবে পূর্ণ তিন হায়েয। দলীল- 


والمطلقات يتربصن بانفسهن ثلاثة قروء 

আর তালাকপ্রাপ্ত নারীরা তিন হায়েয পর্যন্ত অবস্থান করব। ১৯৩

১৯৩.সূরা বাকারা, আয়াত: ২২৮

 

২. মাস গণনার মাধ্যমে ইদ্দত পালন করা। যে মহিলার হায়েয হওয়ার সময় হয়নি কিংবা হায়েযে বয়স ইদ্দত পালন করা। যে মহিলার হায়েয হওয়ার বয়স হয়নি কিংবা হায়েযের বয়স অতিক্রম করে বার্ধক্যে পৌঁছেছে। এরূপ মহিলা তালাকপ্রাপ্তা হলে তার ইদ্দত হল তিন মাস। দলীল- 

وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ

তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের হায়েয হওয়ার সম্ভাবনা নেই এবং যাদের আদৌ হায়েয হয়নি তাদের ইদ্দত হল তিন মাস। ১৯৪

 ১৯৪.সূরা তালাক, আয়াত: ৪


৩. সন্তান প্রসবের মাধ্যমে ইদ্দত পালন। তালাক প্রাপ্তা মহিলা যদি গর্ভবতী হয়, তাহলে সে ইদ্দত পালন করবে সন্তান প্রসব করা পর্যন্ত। দলীল

-وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ 

আর গর্ভবতীদের ইদ্দত হল সন্তান প্রসব করা।১৯৫

 ১৯৫.সূরা তালাক, আয়াত: ৪

 

৪. চার মাস দশ দিন। গর্ভবতী নয় এমন মহিলার স্বামী মারা গেলে তার ইদ্দত হল চারমাস দশ দিন। দলীল-

 وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا

তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করেছে ঐসব স্ত্রীরা চার মাস দশদিন ইদ্দত পালন করবে। ১৯৬

১৯৬.সূরা বাকারা, আয়াত: ২৩৪

 
Top