সায়্যিদুনা সালিম (رضي الله عنه)'র আক্বিদা


হাজত পূর্ণকারী এবং মুসিবত দূরকারীঃ-


সায়্যিদুনা সালিম (رضي الله عنه) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তার উপর কেউ যেন জুলুম না করে, তাকে যেন ধ্বংস না করে।


مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ


যে মুসলিম তাঁর অপর মুসলিম ভাইয়ের হাজত পূর্ণ করে, আল্লাহ তা‘আলা তার হাজাত পূর্ণ করবেন। 

যে ব্যক্তি কোন মুসলিমের মুসিবত দূর করে কিয়ামাত দিবসে আল্লাহ তাঁর মুসিবত দূর করবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানের (দোষ) ঢেকে রাখবে, কিয়ামত দিবসে আল্লাহ তাঁর (দোষ) ঢেকে দিবেন।  ২৩৭

{২৩৭. সহীহ মুসলিম শরীফ, ৪/১৯৯৬পৃ. হা/২৫৮০, পরিচ্ছেদ: بَابُ تَحْرِيمِ الظُّلْمِ।}


আক্বিদা

আল্লাহর ওলীগণের কাছে হাজত পূর্ণ করণ এবং মুশকিল সমাধান করার প্রার্থনা করা এবং তাদেরকে হাজত পূর্ণকারী ও মুশকিল দূূরকারী মনে করা জায়িয।




 
Top