নারীর চুল মুণ্ডানো নিষিদ্ধ


মহিলাদের মাথা মুণ্ডানো বা ফ্যাশনস্বরূপ চুল ছেটে ছোট করা ইসলামে সম্পূর্ণ নিষেধ। মহিলাদের মাথার চুল পুরুষদের দাড়ির মতোই সৌন্দর্যবর্ধক ও নারীত্বের পরিচায়ক। হাদিস শরীফে হযরত আলী  (رضي الله عنه) থেকে বর্ণিত আছে- তিনি বলেন

-نَهَى رَسُولُ اللَّهِ   صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ رَأْسَهَا

রাসূলুল্লাহ (ﷺ) মহিলাদের মাথা মুণ্ডানো নিষেধ করেছেন। ২৪৫

২৪৫.ইমাম নাসাঈ র. (৩০৩ হি.), সুনানে নাসাঈ, সূত্র রিয়াদুস সালেহীন, পৃ. ৬১৭, হাদিস নং ১৬৪১

 

বর্তমানে অনেকে সামনের চুল ছোট ও পিছনের চুল লম্বা রাখাকে কিংবা তার বিপরীত করাকে ফ্যাশন মনে করে থাকে। এরূপ করা নারী-পুরুষ কারো জন্যে জায়েয নেই। 

عَنِ ابْنِ عُمَرَ قال نهى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ القَزَعِ

হযরত আবদুল্লাহ ইবনে ওমর  (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মাথার চুলের কিছু অংশ মুণ্ডন করে কিছু অংশ চুল রাখতে নিষেধ করেছেন। ২৪৬

২৪৬.বুখারী ও মুসলিম, সুত্র. রিয়াদুস সালেহীন, পৃ. ৬১৬, হাদিস নং ১৬৩৮

 

ইসলামে নারীদের চুল লম্বা ও পুরুষের চুল ছোট রাখতে উৎসাহিত করেছে। অথচ আজকের পরিবেশ তার বিপরীত। ইদানিং নারীরা চুল ছোট করে এবং ছেলেরা ফ্যাশনেবল লম্বা চুল রাখতে স্বাচ্ছন্দবোধ করে থাকে। বর্তমানে নারী-পুরুষরা এমনভাবে চুলের ফ্যাশন করে নারী-পুরুষের মধ্যে পার্থক্য করা মুশকিল হয়ে পড়ে। বিশেষত এমন কিছু নারী আছে, যাদের চুলের ফ্যাশন দেখলে মনে হয় তারা ভিন্ন গ্রহের আজব প্রাণী। চুলের এই ফ্যাশনে প্রতিদিনই নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। যোগ হচ্ছে নতুন নতুন নাম। মনে হয় চুলের রাজ্যে ফ্যাশনের তাড়া খেয়ে উভ্রান্তের মতো ছুটছে ফ্যাশনেবল তরুণীর দল। তারা স্থির করে বলতে পারছেনা কেমন চুল, কেমন স্টাইল তাদের কাম্য কিংবা পছন্দ। তারা ভুলে গেছে তাদের নিজস্ব সংস্কৃতি।


কানাডার ফিজিওথেরাপিস্ট স্যার জেমস সাগম এক গবেষণা প্রতিবেদনে লিখেছেন, মেয়েদের লম্বা চুল তার ত্বক, দেহ, মস্তিষ্ক, শিরা-উপশিরার খিঁচুনী, মাথা ব্যাথা, ঘাড়ের রগের ব্যাথা, দৃষ্টিশক্তি, শারীরিক দূর্বলতা ইত্যাদি থেকে অনেকাংশে রক্ষা করে। মেয়েদের চুল লম্বা হলে বারবার আঁচড়াতে হয়, বেনি কাটা হয়, ফিতা তোলা হয়। আর মাথা আঁচড়ানোর দ্বারা এক প্রকার উষ্ণতা এবং শরীরে এনার্জি সৃষ্টি হয়, যা পশম বা চুলের মাধ্যমে শরীরে শিরাতন্ত্রকে প্রাণবন্ত ও শক্তিশালী করে। এমনকি নিয়মিত চুল আঁচড়ালে চুল বৃদ্ধি পায় এবং ঘন হয়। ২৪৭

২৪৭.ক্বারী উম্মে রুম্মান, নারীর জান্নাত পাওয়ার পথ, পৃ. ২১০

 
Top