নারীর কল্যাণকর বিষয়


নারীর কল্যাণ মূলত পর্দা প্রথার মধ্যে নিহিত রয়েছে। হাদিস শরীফে বর্ণিত আছে-

 عن علي أنه كان عند النبي ص فقال : أي شئ خير للمرأة ؟

فسكتوا ، قال : فلما رجعت قلت : لفاطمة : أي شي خير للنساء ؟ قالت

: لا يرين الرجال 

হযরত আলী  (رضي الله عنه) থেকে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট ছিলেন। তখন নবী করিম রাসূলুল্লাহ (ﷺ)জিজ্ঞাসা করলেন, নারীদের কল্যাণ কিসে? উপস্থিত লোকেরা চুপ রইল। আমি ফিরে এসে হযরত ফাতিমা  (رضي الله عنه) ’র কাছে জিজ্ঞাসা করলাম- নারীদের কল্যাণ কিসে? তখন তিনি বললেন, পুরুষরা তাদেরকে না দেখার মধ্যেই রয়েছে তাদের কল্যাণ। ২৪৩

২৪৩.কানযুল উম্মাল, খণ্ড. ২৩, পৃ. ২৮৩

 

ঘর নারীর মসজিদ


عن ام سلمة رضى الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم قال خير مساجد النساء قعر بيوتهن হযরত উম্মে সালমা  (رضي الله عنه) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ)ইরশাদ করেন, মহিলাদের জন্য উত্তম মসজিদ হলো ঘরের কোণা। ২৪৪

২৪৪.মুসনাদে আহমদ, আল মু’জামুল কবীর তাবরানী, আততারগীব, খণ্ড ১, পৃ. ১৪১

 
Top