সায়্যিদুনা সা‘দ বিন আবি ওয়াক্কাসরাদ্বিয়াল্লাহু ‘আনহুর ‘আক্বিদা


মুখের থুথু মুবারক আরোগ্য দানকারি এবং তাঁর ইলমে গায়েবঃ-

হযরত সা‘দ বিন আবি ওয়াক্কাস (رضي الله عنه) বলেন: খায়বার বিজয়ের দিন রাসূল (ﷺ) কে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, 


لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يُحِبُّ اللهَ وَرَسُولَهُ، وَيُحِبُّهُ اللهُ وَرَسُولُهُ


-‘‘আগামীকাল ঐ ব্যক্তির হাতে বিজয়ের পতাকা দেব যে আল্লাহ ও রাসূল (ﷺ) কে ভালোবাসে আর আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)ও তাকে ভালোবাসেন।’’ হযরত সা‘দ বিন আবি ওয়াক্কাস (رضي الله عنه) বলেন, আমরা সকলে ঐ ব্যক্তির অপেক্ষায় রইলাম, তখন রাসূল (ﷺ) বললেন,


ادْعُوا لِي عَلِيًّا فَأُتِيَ بِهِ أَرْمَدَ، فَبَصَقَ فِي عَيْنِهِ وَدَفَعَ الرَّايَةَ إِلَيْهِ، فَفَتَحَ اللهُ عَلَيْهِ


আলী (رضي الله عنه) কে আমার কাছে নিয়ে এসো। আলী (رضي الله عنه) কে আনা হলে দেখা গেল, তাঁর চোখ অসুস্থ। তাঁর চোখে রাসূল (ﷺ) নিজের থুথু মুবারক দিয়ে এবং তাঁর হাতে বিজয়ের পতাকা দিলেন। অতঃপর আল্লাহ তা‘আলা হযরত আলী (رضي الله عنه)’র উপর খায়বার বিজয় দান করলেন।’’ ২৭২

{২৭২. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮৭৮পৃ., হা/২৪০৪, হযরত আলী (رضي الله عنه)’র ফজিলত অধ্যায়, }


আক্বিদা

হযরত আলী (رضي الله عنه) ঐ মহান ব্যক্তিত্ব যার উপর আল্লাহ ও তাঁর প্রিয় রাসূল (ﷺ) মুহাব্বত রাখেন। তাঁর উপর আক্বিদা এবং মুহাব্বত রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এটাও বুঝা গেল যে, রাসূল (ﷺ) জানতেন যে, তাঁর থুথু শরীফ শিফা দানকারী, এ জন্যই হযরত আলী (رضي الله عنه)’র চোখে থুথু দিয়েছেন।


হযরত আলী (رضي الله عنه) বলেন, এর পর থেকে আমার চোখ কোন দিন অসুস্থ হয়নি। রাসূল (ﷺ) জানতেন যে, হযরত আলী (رضي الله عنه)’র হাতে খায়বার বিজয় হবে। এ জন্য রাসূল (ﷺ) তাঁর জন্য অপেক্ষা করেছেন এবং তাকে বিজয়ের পতাকা দিয়েছেন।


❏আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله) বলেন, 


وَعَنْ أَبِي رَافِعٍ مَوْلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قال: .........ثُمَّ أَلْقَاهُ مِنْ يَدِهِ حِينَ فَرَغَ، فَلَقَدْ رَأَيْتُنِي فِي نَفَرٍ مَعَ سَبْعَةٍ أَنَا ثَامِنُهُمْ نَجْتَهِدُ عَلَى أَنْ نَقْلِبَ ذَلِكَ الْبَابَ فَمَا نَقْلِبُهُ . أَخْرَجَهُ أَحْمَدُ فِي الْمَنَاقِبِ.


-‘‘রাসূল (ﷺ)’র গোলাম হযরত আবু রা‘ফি (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, খায়বারে হযরত আলী (رضي الله عنه) বিজয়ী হন।................তারপর তিনি যুদ্ধে শেষ করে দরজাটি নিয়ে আসেন। অতঃপর আমি দেখলাম সাতজনের ক্ষুদ্র একটি দল খায়বারের সে দরজাটি উত্তোলন করতে পারছে না, আমিও তাদের সাথে অষ্টম ব্যক্তি হিসেবে যোগ দিলাম, কিন্তু আমরা তা উঠাতে পারলাম না। ঘটনাটি ইমাম আহমদ (رحمة الله) তাঁর মানাকিব গ্রন্থে বর্ণনা করেছেন।’’ ২৭৩

{২৭৩. আল্লামা মোল্লা আলী ক্বারী, মেরকাতুল মাফাতিহ, ৯/৩৯৪৫ পৃ. হা/৬০৮৯ এর ব্যাখ্যায়।}


❏কবি বলেন:


الله الله ترى شوكت ترى صولت كا كيا كہنا

كہ خطبہ  پٹہ رہا ہے آج تك خيبر كا ہر ذره


-‘আল্লাহ আল্লাহ {হে আলী (رضي الله عنه)}! আপনার মর্যাদার তীব্রতা সম্পর্কে কি বলবো?

খায়বারের প্রতিটি অণু-পরমাণু আজ পর্যন্ত খুত্বা (আপনার প্রশংসায়) পড়ছে।’

 
Top