দুনিয়াতে যত দল কিয়ামতে তিন দলঃ (মুমিন, কাফির, মুনাফিক)

লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কাসেম কাদেরী কামিল হাদিস (এম.এ) ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকাশনায়: ইমামে আযম (রহঃ) একতা সংঘ, পাঠান পাড়া, পটিয়া, পৌরসভা।


মুমিনের পরিচিতি

কুরআনের আলােকে মুমিনের পরিচয়ঃ 


তরজুমায়ে কানযুল ঈমানঃ

১। অর্থাৎ মুমিন তারাই, যারা না দেখে ঈমান আনে, নামায কায়েম রাখে এবং আমার দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। (সূরা বাক্বারা, আয়াত ৩)


২। অর্থাৎ যে সৎকর্ম করে পুরুষ হােক কিংবা নারী এবং সে যদি মুসলমান হয়, তবে তারা জান্নাতে প্রবিষ্ট হবে। সেখানে অগণিত রিযিক পাবে।

(সূরা মুমিন, আয়াত- ৪০, পারা- ২৪, পৃষ্ঠা -১০)। 


৩। যারা ঈমানদার তারা সবর ও নামাযের মাধ্যমে সাহায্য চায়।

(সূরা বাকারা, আয়াত -১৫৩, পারা ২, পৃষ্ঠা- ২)। 


৪। যারা ঈমানদার তারা আল্লাহর পথে আল্লাহর প্রদত্ত (সম্পদ) থেকে ব্যয় করে।

(সূরা বাকারা, আয়াত ২৫৪, পারা- ৩, পৃষ্ঠা - ১) 


৫। যারা ঈমান আনে; সৎকাজ করে, নামায কায়েম করে এবং যাকাত আদায় করে, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে।

(সূরা বাকারা, আয়াত-২৭৭, পারা- ৩, পৃষ্ঠা - ৬ ) 


৬। যারা ঈমানদার তারা যখন একটা নির্ধারিত সময় পর্যন্ত কোন ঋণের লেনদেন করে তখন তা লিখে নেয়। 

(সূরা বাকারা,আয়াত-২৮২,পারা-৩,পৃষ্ঠা-৭) 


৭। যারা ঈমানদার তারা (মুমিন ব্যতীত) অপর লােকদেরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেনা। (সূরা আলে-ইমরান,আয়াত-১১৮) 


৮। যারা ঈমানদার তারা চক্রবৃদ্ধি হারে সুদ খায় না এবং আল্লাহকে ভয় করে।

(সূরা আলে ইমরান, আয়াত-১৩০, পারা-৪, পৃষ্ঠা- ৫ ) 


৯। তারা নির্দেশ মান্য করে আল্লাহর এবং রাসুল (ﷺ) এর।

(সূরা নিসা, আয়াত- ৫৯, পারা -৫,পৃষ্ঠা -৬ ) 


১০। যারা মুমিন তারা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচে এবং তাদের পরিবারকে বাঁচায়। 

(সূরা তাহরীম, আয়াত- ৬, পারা -২৮, পৃষ্ঠা -১৯) 


১১। মুসলমান নর ও নারীগন একে অপরের বন্দু তারা সৎকর্মের নির্দেশ দেয় এবং অসৎকর্মে নিষেধ করে (সূরা তাওবা, আয়াত ৭১, পারা ১০, পৃষ্ঠা-১৭)


 
Top