৪- بَابُ مَا جَاءَ فِيْ حُكْمِ أَكْلِ الضَّبِّ

٣٩٩- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيْمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ، أَنَّهُ أُهْدِيَ لَـهَا ضَبٌّ، فَسَأَلَتُ رَسُوْلَ اللهِ ، فَنَهَاهَا عَنْ أَكْلِهِ، فَجَاءَ سَائِلٌ، فَأَمَرَتْ لَهُ بِهِ، فَقَالَ رَسُوْلُ اللهِ : أَتُطْعِمِيْنَ مَا لَا تَأْكُلِيْنَ! .


বাবা নং ২০২. ৪. গুই সাপ খাওয়ার বিধান


৩৯৯.অনুবাদ: ইমাম আবু হানিফা হাম্মাদ থেকে, তিনি ইব্রাহীম থেকে, তিনি আসওয়াদ থেকে, তিনি আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, কেউ তাঁর খেদমতে গুই সাপ পাঠালে তিনি রাসূল (ﷺ) ’র নিকট (খাওয়া যাবে কিনা) জিজ্ঞাসা করেন। তিনি তা খেতে নিষেধ করেছেন। অতঃপর একজন ভিখারী আসলে আমি তা তাকে দিতে আদেশ দিলাম। তখন রাসূল (ﷺ)  বললেন, যা তুমি নিজে খাও না তা তুমি অন্যকে খাওয়াচ্ছ? 

(মুয়াত্তা মালিক, ২/৬০৭/৬৪৬)


ব্যাখ্যা: ইমাম আবু হানিফা (رضي الله عنه)’র মতে গুই সাপ খাওয়া মাকরূহ। ইমাম শাফেঈ ও মালিক (رحمة الله) জায়েয মনে করেন।

 
Top