১১- بَابُ مَا جَاءَ فِيْ حَجَامَةِ الْـمُحْرِم

٢٤٠- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ : أَنَّ رَسُوْلَ اللهِ  احْتَجَمَ، وَهُوَ مُحْرِمٌ.


বাব নং ১০৯. ১১.  মুহরিম ব্যক্তি শিংঙ্গা লাগানো


২৪০. অনুবাদ: ইমাম আবু হানিফা হাম্মাদ থেকে, তিনি সাঈদ ইবনে জুবাইর থেকে, তিনি ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ)  মুহরিম অবস্থায় শিংঙ্গা লাগিয়েছেন। 

(বুখারী, ১/২৪৭/১৭১৭ ও সহীহ ইবনে খুযাইমা, ৪/১৮৬/২৬৫৫)


ব্যাখ্যা: এই হাদিস দ্বারা ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তি শিংঙ্গা লাগানো বৈধ প্রমাণিত হয়েছে। আর এর দলীল হলো 


❏কুরআনের এই আয়াত- 

فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ 

“তোমাদের মধ্যে যে ব্যক্তি পীড়িত হয় কিংবা তার মাথায় ক্লেশ থাকে তবে তার বিনিময় ফিদিয়া দেবে।” (সূরা বাকারা, আয়াত, ১৯৬) শিংঙ্গা লাগানোটা ওযরের কারণে বৈধ হয়েছে তাই এক্ষেত্রে ফিদ্য়া দিতে হবে।

 
Top