গাইরে মাহরাম পুরুষের সাথে মেলামেশা হারাম


অনাত্মীয় গাইরে মাহরাম পুরুষের সাথে বসা নারীর জন্য হারাম। হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত-

 عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ“ 

হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন, সাবধান কোনো পুরুষ যেন কোনো গায়ওে মাহরাম মেয়ের সাথে কোনো অবস্থায় নির্জন জায়গায় না বসে, শুধুমাত্র মাহরাম হলে তার জন্য পাশে বসা বৈধ।” ১৯৮

১৯৮.বুখারী, খণ্ড ২, পৃষ্ঠা ৭৮৭

 

মেয়েদের জন্য গায়রে মাহরাম পুরুষের সাথে বসা নির্জন স্থানে হোক বা প্রকাশ্যে কোনো জায়গায় হোক, কোনো অবস্থায়ই জায়েয নেই। সাথে কোনো আত্মীয় থাকলেও গায়রে মাহরামের পাশে বসা মেয়েদের জন্য কোনো অবস্থায় বৈধ নয়। মনে রাখতে হবে যে, এই সহঅবস্থান দ্বারা শয়তান চোখ, কান, পা এবং অন্তরের যেনায় উভয়কে লিপ্ত করায়। যা এক সময় পরিপূর্ণ যেনায় মানুষকে লিপ্ত করায়। বর্তমান সময়ে শহরে মেয়েরা বিশেষ করে কম বয়স্ক মেয়েরা গাইরে মাহরামের সাথে উঠাবসা, চলাফেরা, কাজকর্ম করাকে মোটেই দোষনীয় মনে করে না। অথচ এগুলো কোনো অবস্থায়ই জায়েয নেই। লঞ্চ, ট্রেন, বিমান, বাস ভ্রমণেও এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার।


মনে রাখতে হবে যে, শরীয়তে নিষিদ্ধ কোনো কাজকে ফ্রি মাইন্ড বলে এড়িয়ে যাওয়া, পাত্তা না দেয়া কারো জন্যেই শুভ নয়। শরীয়তের নির্দেশিত পথই হচ্ছে সর্বোচ্চ শান্তি ও নিরাপত্তার পথ। অতএব, পার্কে, সমুদ্র সৈকতে, হোটেলে ও উদ্যানে কোনো অবস্থাতেই গাইরে মাহরাম পুরুষের সাথে বসা, গল্প করা কারো জন্যেই জায়েয নেই। একান্ত প্রয়োজন ছাড়া গাইরে মাহরাম পুরুষের সাথে কথা বলাও জায়েয নেই। অতএব, সবাইকে এ পথ থেকে বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে, জান্নাত বড় সুখের আর জাহান্নাম বড় নিকৃষ্ট ও কষ্টদায়ক স্থান।

 
Top