১২ - بَابُ مَا جَاءَ فِي الْـجُنُبِ إِذَا أَرَادَ أَنْ الْعَوْدَ

৬৯ - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِيْ إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ: كَانَ رَسُوْلُ اللهِ  يُصِيْبُ مِنْ أَهْلِهِ مِنْ أَوَّلِ اللَّيْلِ، فَيَنَامُ، وَلَا يُصِيْبُ مَاءً، فَإِذَا اسْتَيْقَظَ مِنْ آخِرِ اللَّيْلِ عَادَ وَاغْتَسَلَ.


বাব নং ২৭.১২. অপবিত্র অবস্থায় দ্বিতীয়বার সহবাস করা প্রসঙ্গে


৬৯. অনুবাদ: ইমাম আবু হানিফা আবু ইসহাক থেকে, তিনি আসওয়াদ থেকে, তিনি শা’বী থেকে, তিনি হযরত আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  রাতের প্রথমভাগে স্বীয় স্ত্রীদের সাথে সহবাস করতেন, অতঃপর শুয়ে পড়তেন কিন্তু পানি স্পর্শ করতেন না। এরপর শেষরাতে যখন জাগ্রত হতেন, পুনরায় সহবাস করতেন এবং গোসল করতেন।  

➥ ইমাম বায়হাকী (رحمة الله), (৪৫৮ হিঃ) সুনানে কুবরা, খণ্ড-১, পৃষ্ঠাঃ  ২০৪ ও ইমাম আবু দাউদ, সুনানে আবু দাউদ, খন্ড ১, পৃষ্ঠাঃ  ৮৮ 


ব্যাখ্যা: সকল ফকীহগণ ঐক্যমত পোষণ করেছেন যে, দুই সহবাসের মধ্যখানে গোসল করা আবশ্যক নয়। তবে রাসূল (ﷺ)  জায়েয প্রমাণের জন্য মাঝে-মধ্যে প্রতিবার সহবাসের পর গোসল করেছেন বলেও উল্লে­খ আছে। যেমন আবু রাফে (رضي الله عنه) থেকে বর্ণিত আছে

-ان النبى صلى الله عليه وسلم طاف ذات يوم على نسائه يغتسل عند هذه وعند هذه قال فقلت له يا رسول الله الا تجعله غسلاً واحدًا ؟ فقال هذا ازكى واطيب واطهر- 

এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে, প্রতিবার গোসল করা উত্তম। দুই সহবাসের মধ্যখানে উযূ করাও আবশ্যক নয় তবে করা মুস্তাহাব। ইমাম তাহাভী (رحمة الله) হযরত আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন-

قالت كان النبى صلى الله عليه وسلم يجامع ثم يعود ولايتوضأ

নবী করিম (ﷺ)  একাধিকবার সহবাস করতেন কিন্তু কোন উযূ করতেন না।  

 ➥  মাআরিফুস সুনান, খন্ড ১, পৃষ্ঠাঃ  ৪৬৯

 

৭০ – حَمَّادٌ: عَنْ أَبِيْ حَنِيْفَةَ: عَنْ أَبِيْ إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ: كَانَ رَسُوْلُ اللهِ  يُصِيْبُ أَهْلَهُ أَوَّلَ اللَّيْلِ، وَلَا يُصِيْبُ مَاءً، فَإِذَا اسْتَيْقَظَ مِنْ آخِرِ اللَّيْلِ عَادَ وَاغْتَسَلَ.

৭০. অনুবাদ: হাম্মাদ ইমাম আবু হানিফা থেকে, তিনি আবু ইসহাক থেকে, তিনি আসওয়াদ থেকে, তিনি হযরত আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  রাতের প্রথমভাগে স্বীয় স্ত্রীদের সাথে সহবাস করতেন তবে পানি স্পর্শ করতেন না। অতঃপর শেষ রাতে যখন জাগ্রত হতেন, পুনরায় সহবাস করতেন এবং গোসল করতেন।

 
Top