২. স্ত্রীর অন্যতম দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করা। 


শরীয়ত সম্মত সব বিষয়ে স্ত্রী স্বামীর অনুগত হবে। তবে স্বামীর শরীয়ত বিরোধী কোনো আদেশ-নিষেধ মানতে স্ত্রী বাধ্য নয়। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন-

 الْمَرْأَةُ إِذَا صَلَّتْ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَأَحْصَنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ بَعْلَهَا فَلْتَدْخُلْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ 

যে মহিলা পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত আদায় করবে, রমযান মাসের রোযা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাযত করবে এবং স্বামীর অনুগত থাকবে সে জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। ১০০

 ১০০.আবু নুয়াইম র. হিলয়া, সূত্র. মিশকাত; পৃ. ২৮১


وَلَوْ كُنْتُ آمُرُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا وَلَوْ أَمَرَهَا أَنْ تَنْقُلَ مِنْ جَبَلٍ أَصْفَرَ إِلَى جَبَلٍ أَسْوَدَ وَمِنْ جَبَلٍ أَسْوَدَ إِلَى جَبَلٍ أَبْيَضَ كَانَ يَنْبَغِي لَهَا أَن تَفْعَلهُ 

হযরত আয়িশা (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যদি স্বামী তার স্ত্রীকে লাল পাহাড়কে কাল পাহাড়ে কিংবা কাল পাহাড়কে লাল পাহাড়ে রূপান্তরিত করতে আদেশ করেন তবে স্ত্রী তা করার চেষ্টা করবে। ১০১

১০১.ইবনে মাহজাহ, পৃ. ১৩৪, মিশকাত; পৃ. ২৮৩

  

উপরিউক্ত হাদিস দ্বারা উদ্দেশ্য হলো স্বামী যদি স্ত্রীকে কোন অসম্ভব কাজের আদেশ করেন তবুও স্ত্রী তা করার আপ্রাণ চেষ্ট চালিয়ে যাবে। অসম্ভব বলে স্বামীর সাথে বিতর্কে লিপ্ত হওয়া উচিত হবে না।


وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: "أَبْلِغِي مَنْ لَقِيتِ مِنَ النِّسَاءِ أَنَّ طَاعَةَ الزَّوْجِ وَاعْتِرَافًا بِحَقِّهِ يَعْدِلُ ذَلِكَ وَقَلِيلٌ مِنْكُنَّ مَنْ يَفْعَلُهُ 

হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে মহিলার সাথে তোমার সাক্ষাত হবে তাকে বলে দিবে যে, স্বামীর আনুগত্য এবং তার অধিকার স্বীকৃতি দিলে জিহাদের সাওয়াব পাবে, কিন্তু তোমাদের মধ্যে এমন মহিলা অল্প। ১০২

১০২.নুরুদ্দিন আলী ইবনে আবি বকর র (৮০৮ হি.),মাজমাউয যাওয়ায়েদ, খণ্ড, ৪, পৃ, ৩০৮

 
Top