৬- بَابُ مَا جَاءَ فِيْ قَتْلِ الْـمُسْلِمِ بِالذِّمِّيِّ قِصَاصًا

٣١٧- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ رَبِيْعَةَ، عَنِ الْبَيْلَمَانِيِّ، قَالَ: قَتَلَ النَّبِيُّ  مُسْلِمًا بِمُعَاهَدٍ، فَقَالَ: أَنَا أَحَقُّ مَنْ وَفَّىٰ بِذِمَّتِهِ.


বাব নং ১৬১. ৬. যিম্মী হত্যার কারণে মুসলমান থেকে কিসাস নেয়া হবে


৩১৭. অনুবাদ: ইমাম আবু হানিফা রবীয়া থেকে, তিনি ইবনে বায়লামানী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করমি (ﷺ)  এক (চুক্তিকৃত কাফের) যিম্মীর বদলায় একজন মুসলমানকে হত্যা করেছেন। অতঃপর বলেছেন, সর্বাদিক দায়িত্ব পালনকারীদের মধ্যে আমিই বড় দায়িত্ব পালনকারী। 

(বুলুগুল মারাম, ১/৪৬৪/১১৭৩)


ব্যাখ্যা: যিম্মীদের জানমালের নিরাপত্তা দান এবং তাদের হেফাযত করার দায়িত্ব মুসলমানদের উপর। এটা শরীয়তের একটি স্পষ্ট বিধান। সুতরাং তাদের মাল চুরির অপরাধে চোরের হাত কাটা হবে। তাদের নারীদের সাথে যেনাকারীর উপর যেনার শাস্তি প্রয়োগ করা হবে। তাদের উপর মিথ্যা অপবাদ রটানোর কারণে শাস্তি দেয়া হবে। অতএব হাদিসে বর্ণিত কিসাসও এ ধরনের এক ঘটনার কারণে হয়েছে। আহনাফের মাযহাবও এটি।

 
Top