বিষয় নং-২: মি‘রাজে নব্বই হাজার কালাম হওয়া প্রসঙ্গ:


‘এসব হাদীস নয়’ গ্রন্থের ৭৬ পৃষ্ঠায় মাওলানা মুতীউর রহমান লিখেছেন, এটি বরং জাল বা বানোয়াট কথা।

উক্ত ভিত্তিহীন বক্তব্যের জবাব বিশ্ববিখ্যাত তাফসীর কারক ইমাম সাভী তাফসীরে সাভীতে সূরা নিসা ১১৩ নং আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, মিরাজে আল্লাহর সঙ্গে নব্বই হাজার কালামের বর্ণনা  পাওয়া যায়। তন্মধ্যে ত্রিশ হাজার কালাম হাদিস আকারে সবার জন্য ত্রিশ হাজার কালাম নির্দিষ্ট লোকদের জন্য এবং অবশিষ্ট ত্রিশ হাজার সম্পূর্ন  স্বীয় রাসূল (ﷺ) এর কাছে গোপন রাখার জন্য আল্লাহ্ তা‘য়ালা নির্দেশ দিয়েছিলেন। (কাসাসুল আম্বিয়া (উর্দূ), ৪৪২ পৃষ্ঠা দিল্লী হতে প্রকাশিত)


❏ মি‘রাজে নব্বই হাজার কালামের বিষয়ে প্রসিদ্ধ উসূলবিদ আল্লামা মোল্লা জিওন (رحمة الله) তাফসীরাতে আহমদিয়ায় ৩৩১ পৃষ্ঠা সূরা নজমের তাফসীর করতে গিয়ে উল্লেখ করেন-

وفى رواية تكلم معه تسعين الف حكاية اسرار و اخبارا و احكاما و قد امره الله تعالى بخمسين  صلوة 

-‘‘বর্ণনায় রয়েছে আল্লাহ্ তা‘য়ালা মিরাজের রজনীতে রাসূলে খোদা (ﷺ) এর সাথে ৯০ হাজার (বিষয়ে) কালাম বা কথাবার্তা বলেছেন, গোপনীয় বিষয় সংবাদ দিয়েছেন, অনেক আহকাম দিয়েছেন এবং তাঁর সাথে ৫০ ওয়াক্ত নামায ফরয করেছিলেন।’’ ৯

৯. আল্লামা মোল্লা জিওন : তাফসীরে আহমদিয়্যাহ : পৃ-৩৩১

 
Top