নখ পালিশের বিধান


নখে পালিশ লাগানো ইদানিং ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মানুষ কাল হলেও প্রকৃতিগতভাবে নখ সাদা ও মসৃণ। সাদা মানুষ কাল মানুষ সকলের জন্য নখ মানানসই। কৃত্রিম কোনো রং লাগিয়ে বিভিন্ন রঙে রঙ্গিন করার কোনো প্রয়োজন নেই। এর দ্বারাও আল্লাহর সৃষ্টির বিকৃত সাধন হয়ে থাকে। মেহেদীর রং হলে উযূতে কোনো অসুবিধা হয় না; কিন্তু যদি এমন রং লাগানো হয় যা নিবিড়ভাবে স্তর জমে আবরণ সৃষ্টি করে যার ভিতরে উযূ ও গোসলের পানি প্রবেশ করেনা তবে তা নিষিদ্ধ। উযূ ও গোসলের পরে লাগালে এবং এ অবস্থায় নামায পড়লে নামায় শুদ্ধ হবে। তবে উযূ ও গোসলের পূর্বে ঐ রং ও পালিশ সম্পূর্ণ তুলে ফেলতে হবে।


এই নেইল পালিশের মধ্যে সত্যিকার অর্থে কোনো সৌন্দর্য বর্ধক জিনিস নেই। বরং এতে নারীদের হাত ও পায়ের আঙ্গুল বিশ্রী হয়ে কোন হিংস্র জীব-জন্তুর পাঞ্জার ন্যায় ভয়ংকর হয়ে যায়। এগুলো কেবল পশ্চিমা অশ্লীল নারীদের অন্ধ অনুকরণ বৈ কিছুই নয়। মূলত যেসব নারী ইসলামী বিধি-বিধান পালনে যত্নবান, রুচিশীল, ভদ্র ও শান্ত স্বভাবসম্পন্ন তারা কখনো এসব বাজে ও অনর্থক কাজে সময় ও অর্থ নষ্ট করেনা।

 
Top