১২- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنِ الْأَكْلِ مُتَّكِئًا

٤١٥- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِيْ جُحَيْفَةَ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ : أَمَّا أَنَا فَلَا آكُلُ مُتَّكِئًا، آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ، وَأَشْرَبُ كَمَا يَشْرَبُ الْعَبْدُ، وَأَعْبُدُ رَبِّيْ حَتَّىٰ يَأْتِيَنِي الْيَقِيْنُ .


বাব নং ২০৯. ১২. ঠেস দিয়ে আহার করা নিষেধ


৪১৫. অনুবাদ: ইমাম আবু হানিফা আলী আকমার থেকে, তিনি আবু জুহাইফা থেকে, তিনি বলেন, রাসূল (ﷺ)  এরশাদ করেন, আমি ঠেস দিয়ে (অহংকারীদের ন্যায়) আহার গ্রহণ করিনা, বরং গোলামের ন্যায় বিনয়ের সাথে আহার গ্রহণ করি। আর পান করি গোলামের ন্যায় বিনয়ের সাথে, আমি আমার প্রভুর ইবাদত করতে থাকবো মৃত্যু পর্যন্ত। 

(মুসনাদে হুমাইদী, ২/৩৬৮/৮৩২)

 
Top