কাফিরের পরিচিতি


কুরআনের আলােকে কাফেরের পরিচয়ঃ 

১। অর্থাৎ নিশ্চয় তারা, যাদের অদৃষ্টে কুফর রয়েছে তাদের জন্য সমান চাই আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন বা নাই করুন। তারা ঈমান আনার নয়। 

(সূরা বাক্বারা, আয়াত -৬, পারা -১, পৃষ্ঠা -২) 


২। অর্থাৎ আপনি বলুন, হে কাফিরগণ! আমি ইবাদত করিনা যার ইবাদত তােমরা কর। (সূরা কাফিরুন, আয়াত -১,২, পারা -৩০)


৩। যারা কাফির, তারা চায় না মুসলমানদের উপর কোন কল্যাণ হােক। (সূরা বাক্বারা, আয়াত ১০৫, পারা ১, পৃষ্ঠা - ২) 


৪। যারা কুফর করেছে, এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর অভিশাপ রয়েছে, আল্লাহ, ফেরেস্তা এবং মানবকুল সবারই। (সূরা বাকারা, আয়াত-১৬১, পারা-২, পৃষ্ঠা- ৩) 


৫। যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে শয়তান (সূরা বাকারা, আয়াত -২৫৭, পারা-৩, পৃষ্ঠা- ২) 


৬। তারা আল্লাহর আয়াতসমূহের অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে শহীদ করেছে, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। (সূরা আলে ইমরান, আয়াত-২১, পারা-৩, পৃষ্ঠা-১১)।


৭। নিশ্চয় আল্লাহ পছন্দ করেনা কাফেরদের (সূরা আলে ইমরান, আয়াত ৩২, পারা। ৩, পৃষ্ঠা - ১৩ ) 


৮। যারা কাফের হয়েছে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি প্রদান করবেন এবং তাদের জন্য কোন সাহায্যকারী হবেনা। 

(সূরা আলে ইমরান, আয়াত -৫৬, পারা -৩, পৃষ্ঠা - ১৬)


৯। যারা ঈমান এনে কাফের হয়েছে অতঃপর কুফর আরাে বৃদ্ধি করেছে, তাদের তওবা কখনাে কবুল হবে না। (সূরা আলে ইমরান, আয়াত-৯০, পারা -৩, পৃষ্ঠা- ২০) 


১০। যারা কাফের হয়েছে তারা জাহান্নামী, তাদেরকে সেখানে সর্বদা থাকতে হবে। (সূরা আলে ইমরান, আয়াত- ১১৬, পারা-৪, পৃষ্ঠা -৪)। 


১১। নিশ্চয় কাফেরগণ মু'মিনের প্রকাশ্য শত্রু। (সূরা নিসা, আয়াত-১০১, পারা-৫, পৃষ্ঠা - ১৩)


হাদীসের আলােকে কাফিরের পরিচয়ঃ 


১। আল্লাহর অস্তিত্ব কিংবা তার একত্ববাদ অথবা কোন নবীর নবুয়ত কিংবা যে সমস্ত বিষয় দ্বীনের অঙ্গ হিসেবে সুস্পষ্ট, সে সব বিষয় থেকে কোন একটা বিষয়কে অস্বীকার করার নামই হল কুফর বা কাফের। 


২। যারা রাসূল (ﷺ) এর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়।

 
Top