মুনাফিক এর পরিচিতিঃ


কুরআনের আলােকে মুনাফিক এর পরিচয়ঃ 


১। অর্থাৎ কিছু লােক বলে, আমরা আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান এনেছি অথচ আসলে তারা ঈমানদার নয়। (সূরা বাকারা, আয়াত ৮, পারা১, পৃষ্ঠা-২)


২। অর্থাৎ যখন মুনাফিকরা আপনার সম্মুখে হাযির হয় তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, হুযুর (ﷺ) নিশ্চয় নিশ্চয় আল্লাহর রাসূল, এবং আল্লাহ জানেন যে, আপনি তার রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকগণ অবশ্যই মিথ্যুক। (সূরা মুনাফিকুন, আয়াত-১, পারা-২৮, পৃষ্ঠা-১৩) 


৩। অর্থাৎ তাদের জন্য এক সমান আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা নাই করুন আল্লাহ তাদেরকে কখনাে ক্ষমা করবেন না। নিশ্চয় আল্লাহ ফাসিকদেরকে সৎপথ প্রদান করেন না। 

(সূরা মুনাফিকুন, আয়াত ০৬, পারা ২৮, পৃষ্ঠা ১৪) 


৪। অর্থাৎ নিশ্চয় মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে।

(সূরা নিসা, আয়াত ১৪৫, পারা-০৫, পৃষ্ঠা-২০) 


৫। তারা যখন মুসলমানের সাথে সাক্ষাৎ করে, তখন বলে আমরা ঈমান এনেছি আর যখন পরস্পর আলাদাভাবে মিলিত হয় তখন তা অস্বীকার করে।

(সূরা বাক্বারা,আয়াত-৭৬, পারা ১, পৃষ্ঠা-২) 


৬। মুনাফিকদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে।

(সূরা নিসা, আয়াত-১৩৮, পারা-৫, পৃষ্ঠা- ১৯)


৭। মুনাফিকরা না এদিকে, না ওদিকে। অর্থাৎ কুফর ও ঈমানের মাঝখানে, না মুমিন, না কাফের

(সূরা নিসা, আয়াত ১৪৩, পারা -৫, পৃষ্ঠা- ২০ ) 


৮। মুনাফিক নর ও নারীগন এক থলের একই বস্তু, তারা অসৎকর্মের নির্দেশ দেয় এবং সৎকর্মে নিষেধ করে। 

(সূরা তাওবা, আয়াত ৬৭, পারা ১০, পৃষ্ঠা-১৬) 

 
Top