বিষয় নং-০৮: হাশরের ময়দানে তিন ধরনের ব্যক্তি সুপারিশ করবে হাদিস প্রসঙ্গ:


আহলে হাদিস নাসিরুদ্দীন আলবানী এ হাদিসটিকে জাল বলে আখ্যায়িত করেছেন। (আলবানী, সিলসিলাতুল আহাদিসিদ দ্বঈফাহ, ৪/৪৪৫ পৃ. হা/১৯৭৮) 


হযরত উসমান (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ ফরমান,


عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ ؓ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:  يَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةٌ: الْأَنْبِيَاءُ، ثُمَّ الْعُلَمَاءُ، ثُمَّ الشُّهَدَاءُ 


-‘‘কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষই সুপারিশ করবে,  নবীগণ,  তারপর আলেমগণ এবং তারপর আল্লাহর রাস্তায় শহীদগণ।’’ ৩৭

৩৭. ইমাম ইবনে মাজাহ : আস-সুনান : ২/১৪৪৩ পৃ. হা/৪৩১৩, ইমাম জালালুদ্দীন সুয়ূতি : জামেউস-সগীর : ২/৭১৪ পৃ. হা/১০০১১, আল্লামা আজলূনী : কাশফুল খাফা : ২/৩৬৫ পৃ. হা/৩২৫৯, খতিব তিবরিযী : মেশকাত : বাবুল হাওজওয়া শাফায়াত : ৩/৩১৮ পৃ. হাদিস নং : ৫৬১১, ইমাম বায়হাকী : শুয়াবুল ঈমান : ২/২৬৫ পৃ. হা/১৭০৭, আল্লামা মুত্তাকী হিন্দী : কানযুল উম্মাল : ১০/১৫৯ পৃ. হা/২৮৭৭০


পর্যালোচনা:


উক্ত হাদিসটিকে নবম শতাব্দীর মুজাদ্দেদ ইমাম হাফেয জালালুদ্দীন সুয়ূতি  বলেন- رمز المصنف لحسنه -‘‘গ্রন্থাকার (ইমাম সুয়ূতি ) হাদিসটিকে ‘হাসান’ বলে সনাক্ত করেছেন।’’ (আল্লামা মানাভী, ফয়যুল ক্বাদীর, ৬/৪৬২ পৃ.) 


আল্লামা মানাভী (رحمة الله) লিখেন- واسناده حسن -‘‘এ হাদিসটির সনদ ‘হাসান’।’’ (আল্লামা মানাভী, তাইসির বিশারহে জামেউস, ২/৫০৮ পৃ.) 


অনুরূপভাবে আল্লামা আজলূনী, ইমাম বায়হাকীও গ্রহণযোগ্য বলে মেনে নিয়েছেন, এটির কোন সমালোচনা করেননি। সম্মানিত পাঠকবৃন্দ! আহলে হাদিসের গুরু নাসিরুদ্দীন আলবানী হাদিসটিকে সমস্ত হক্কানী ইমামদের রায়কে উপেক্ষা করে এ হাদিসকে জাল বলে দিয়ে নিজেকে তাদের থেকেও বড় মুহাদ্দিসের খেতাবে ভূষিত হতে চেয়েছিল। মহান রব আমাদেরকে হেদায়াত প্রাপ্ত ইমামদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন।

 
Top