বিষয় নং-২০: হে আবু বকর আমার হাকীকত আল্লাহ্ ব্যতীত কেউ জানে না:


❏ হযরত আবু বকর (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) একদা আমাকে লক্ষ্য করে বলেছেন-

يَا اَبَا بَكْر وَالَّذِى بَعَثْنِى بِالْحَقِّ لَمْ يَعْلَمْنِىْ حَقِيْقَةِ غَيْرِ رَبِّى-

-‘‘হে আবু বকর! সে সত্ত্বার শপথ! যিনি আমাকে সত্যসহকারে প্রেরণ করেছেন, আমার হাকীকত আল্লাহ্ ব্যতীত কেউ জানে না।’’ ২৭৯

২৭৯. 

ক. ইমাম মাহদী আল-ফাসী : মাতালেউল মাসাররাত : ১২৯ পৃ.

খ. আল্লামা ইউসূফ বিন নাবহানী : জাওয়াহিরুল বিহার : ৩/৬৭ পৃ.

গ. আল্লামা ইউসুফ বিন নাবহানী : জাওয়াহিরুল বিহার : ২/২৫৫ পৃ.

ঘ. আল্লামা শায়খ ইউসুফ নাবহানী : জাওয়াহিরুল বিহার : ২/১৫ পৃ.

ঙ. শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী : শরহুল ফতহুল গায়ব : ১/৩৪০ পৃ:


আজ পর্যন্ত কোন মুহাদ্দিস উক্ত হাদিস সম্পর্কে কোন মন্তব্য করেন নি। তবে এটির কোন সনদ সূত্র আমি খুঁজে পাইনি, তবে থাকতে পারে, খুঁজে পেলে পরবর্তী সংস্করণে সংযোগ করা হবে।


❏ অপরদিকে উক্ত হাদিসের সমর্থনে আরেফীনকুল সম্রাট হযরত বায়েজীদ বোস্তামী (رضي الله عنه)-এর একটি বক্তব্য পাওয়া যায়, যে তিনি বলেছেন-

غصت لجة المعارف طالبا للوقوف على عين حقيقة النبى صلى الله عليه وسلم : فإذا بينى وبينها ألف حجاب من نور، لو دنوت من الحجاب الأول لاحترقت به كما تحترق الشعرة إذا القيت فى النار-

-‘‘আল্লাহর মারেফাতের (পরিচয়ের) সমুদ্রে আমি ডুব দিয়ে ছিলাম, তার কারণ হলো আমি যাতে রাসূল (ﷺ) এর হাকীকতের পরিচয় পেতে পারি। কী আশ্চর্য! আমি এ হাকীকতের মধ্যখানে আমার এবং রাসূল (ﷺ) এর মাঝে এক হাজার নূরের পর্দা প্রতিবন্ধক হয়ে গেল। যদি আমি এই নূরের পর্দা সমূহের প্রথম পর্দার নিকটে যাই তাহলে আমি জ্বলে ছাই হয়ে যাব,  যেমনিভাবে একটি চুল আগুনের নিকট গেলে পুড়ে ছাই হয়ে যায়।’’  ২৮০

২৮০. আল্লামা শায়খ ইউসুফ নাবহানী : জাওয়াহিরুল বিহার : ৩/৬৭ পৃ:


মহান রব আমাদেরকে রাসূল (ﷺ)-এর হাকীকতের উপর পরিপূর্ণ ঈমান রাখার তৌফিক দান করুন, আমিন।

 
Top