আবু রায়হানার ঘটনা


হাদিস ৬৬:


اخرج محمد بن الربيع الجيزي في (كتاب من دخل مصر من الصحابة)، عن ابي ريحانة أن رسول الله صلى الله عليه وسلم قال له: " كيف انت يا أبا ريحانة يوم تمر على قوم قد صبروا.دابة فتقول أن رسولالله صلى الله عليه وسلم قدنهى عن هذا فيقولون أقرألنا الآية التي انزلت فيها فمر على قوم يصبرون دجاجة فنها هم فقالوا أقرألنا الآية التي انزلت فيها ، فقال :صدق الله ورسوله.


আবু রায়হানা (رضي الله عنه) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ আবু রায়হানা, সে দিন তােমার কি অবস্থা হবে, যে দিন তুমি একদল লােকের কাছ দিয়ে গমন করবে, যারা তাদের গবাদি পশুকে ঘাসপানি ছাড়াই বেঁধে রাখবে? তুমি তাদেরকে বলবে এরূপ করতে রসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। তারা বলবে তুমি এ সম্পর্কে কোরআনের কোন আয়াত পেশ কর। সেমতে পরবর্তীকালে আমি একদল লােকের কাছ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে, তারা একটি মুরগীকে দানাপানি ছাড়াই বেঁধে রেখেছে। আমি তাদেরকে নিষেধ করলে তারা বললঃ এ প্রসঙ্গে কোরআনের আয়াত পেশ কর। এতে আমার বুঝতে লাকী রইল না যে, এরাই সেই লােক, যাদের সম্পর্কে (ﷺ) বলেছিলেন।

 
Top