হযরত আবু যর (رضي الله عنه) সম্পর্কিত খবর


হাদিস ৫১:


اخرج الحاكم وصححه والبهقي، عن أم ذر قالت: والله ماسیر عشمان أباذر، ولكن رسول الله صلى الله عليه وسلم قال: "إذا بلغ البناء سلعا فاخرج منها، فلما بلغ البناء سلعا وجاوز خرج أبو ذر إلى الشام”


واخرج الحاكم وأبو نعيم، عن أم ذر قالت: لما حضرت أباذر الوفاة قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لنفر أنا فيهم " ليموتن رجل منكم بفلاة من الأرض يشهده عصابة من المؤمنين" وليس من اولئك النفر أحد إلا وقد مات في قرية وجماعة، فأنا ذلك الرجل فابصري الطريق، فقلت إني وقد ذهب الحاج وتقطعت الطريق، فبينا أنا وهو كذلك، إذا أنا برجال على رحالهم فالحت. بثوبي فأسرعوا إلي حتى وقفوا علي فحضروه وقاموا عليه حتى دفنوه.


আবু যর-পত্নী উম্মে যর (رضي الله عنه) বর্ণনা করেনঃ হযরত আবু যর (رضي الله عنه)-কে খলীফা হযরত উসমান (رضي الله عنه) বহিষ্কার করেননি; বরং রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেছিলেন শহরের আবাসিক গৃহ যখন সলা পাহাড় পর্যন্ত চলে যায়, তখন তুমি শহর ত্যাগ করবে। সেমতে আবাসিক এলাকায় সলা পাহাড় পর্যন্ত বিস্তৃত হয়ে গেলে আবু যর (رضي الله عنه) সিরিয়া চলে গেলেন। 


হাদিস ৫২:


উম্মে যর (رضي الله عنه) থেকেই বর্ণিত আছে, 

হযরত আবু যর (رضي الله عنه)'র ওফাত আসন্ন হয়ে গেলে তিনি বলেছিলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মুখ থেকে শুনেছি, তিনি একদল লােক সম্পর্কে বলেছিলেন যাদের মধ্যে আমিও ছিলাম। তিনি বললেন তােমাদের মধ্যে এক ব্যক্তি জনশুন্য প্রান্তরে মারা যাবে। তার মৃত্যুর সময় একদল মুমিন উপস্থিত থাকবে। রাসূলুল্লাহ (ﷺ) যাদের সম্পর্কে একথা বলেছিলেন, তারা সকলেই বসতি এলাকায় ইন্তেকাল করে গেছেন। এখন জনশূন্য প্রান্তরে মৃত্যু বরণকারী আমিই রয়ে গেছি। তুমি পথের উপর দৃষ্টি রেখাে। আমি বললামঃ এখন রাস্তায় কেউ নেই। হাজীগণ আমাদের অতিক্রম করে চলে গেছেন। কিছুক্ষণ পর আমি উটের পিঠে সওয়ার কিছু লােককে যেতে দেখলাম। আমি কাপড় নেড়ে নেড়ে তাদের আহব্বান করলাম। তারা এসে গেল এবং আবু যরের কাছে দাঁড়িয়ে গেল। তার ইন্তেকালের পর তারা তার দাফন কার্য সমাধা করে আপন পথে চলে গেলেন।

 
Top