যায়দ ইবনে আরকামের অন্ধ হওয়ার খবর


হাদিস ৫৮:


اخرج البيهقي، عن زيد بن ارقم أن النبي صلى الله عليه وسلم دخل عليه يعوده من مرض كان به فقال له "ليس عليك من مرضك بأس، ولكن كيف بك إذا عمرت بعدي فعميت، قال: اذن احتسب فاصبر، قال: إذن تدخل الجنة بغير حساب فعمی بعدما مات النبي صلى الله عليه وسلم ثم رد الله تعالى عليه بصره ثم مات"


যায়দ ইবনে আরকাম (رضي الله عنه) বর্ণনা করেন? অসুস্থ অবস্থায় রসূলুল্লাহ্ (ﷺ) আমাকে দেখতে এলেন। তিনি বললেন তােমার এ রােগ বিপজ্জনক নয়। কিন্তু আমি আশংকা করি যে, তুমি আমার পরে দীর্ঘকাল বেঁচে থাকবে এবং অন্ধ হয়ে যাবে। আমি বললামঃ এজন্যে আমি আল্লাহর কাছে ছওয়াব আশা করব এবং ছবর করব। রাসূলুল্লাহ , (ﷺ) বললেনঃ এরূপ করলে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। রসূলুল্লাহ্ (ﷺ) এর ওফাতের পর যায়দ অন্ধ হয়ে যান, অতঃপর দৃষ্টিশক্তি ফিরে আসে এবং এরপর ইন্তেকাল করেন।

 
Top