আবু দারদার এর ইসলাম গ্রহণের খবর


হাদিস ১৬:


اخرج البهقي وأبو نعيم، عن جبير بن نفير قال: كان أبو الدرداء يعبد صما وان عبد الله بن رواحة ومحمد بن مسلمة دخلا بيته فكسرا ضنمه، فرجع أبو الدرادا فرأه، فقال: ويحك هلا دفعت عن نفسك، ثم ذهب إلى النبي ﷺ، فنظر إليه ابن رواحة مقبلا، فقال: هذا ابو الدرداء وما أرى جاء إلا في طلبنا فقال النبي ﷺ "لا إنما جاء ليسلم فأن ربي وعدني باني الدرداء أن يسلم

     

জুবায়ের ইবনে নুফায়ের বর্ণনা করেন, আবু দারদা প্রতিমা পূজা করতেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং মােহাম্মদ ইবনে সালামাহ খানকা গৃহে গিয়ে তার প্রতিমাগুলাে ভেঙ্গে দিলেন। আবু দারদা (رضي الله عنه) গৃহে ফিরে এসে প্রতিমাগুলাের ভগ্নদশা দেখে বললেনঃ মনে হয় সে আমাদের খোঁজে আসছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন? সে তােমাদের খোঁজে আসছে না; বরং ইসলাম গ্রহণ করার জন্যে আসছে। কেননা, আবূ দারদা (رضي الله عنه) ইসলাম গ্রহণ করবে বলে আমার রব আমার সাথে ওয়াদা করেছেন।

 
Top