৪- بَابُ مَا جَاءَ فِيْ دَرْءِ الْـحُدُوْدِ

٣١٥- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ : ادْرَءُوا الْـحُدُوْدَ


শাস্তি রহিত হওয়ার বর্ণনা


৩১৫. অনুবাদ: ইমাম আবু হানিফা মিকসাম থেকে, তিনি ইবনে আব্বাস (رحمة الله) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  এরশাদ করেন, সন্দেহ দ্বারা শাস্তি রহিত করে দাও। 

(কানযুল উম্মাল, ৫/৩০৫/১২৯৫৭)


ব্যাখ্যা: হাদিসখানা সিহাহ সিত্তাহ’র কিতাবে বিভিন্ন শব্দ দ্বারা বিদ্যমান। তবে ঐকমত্য মাসয়ালা হলো, সন্দেহের দ্বারা শাস্তি রহিত হয়ে যায়। 


❏ইবনে আবি শায়বা, হাকেম ও বায়হাকী (رحمة الله) হাদিস বর্ণনা করেন যে, যতটুকু সম্ভব মুসলমানদের থেকে শাস্তিকে রহিত কর। মুসলমানদের মুক্তির যদি কোন পন্থা থাকে তবে তাকে মুক্তি দাও। কেননা ক্ষমার মধ্যে ভুল করা শাস্তির মধ্যে ভুল করার চেয়ে উত্তম। দারেকুতুনী ও বায়হাকী (رحمة الله) হযরত আলী (رضي الله عنه) থেকে হাদিস বর্ণনা করেন যে, শাস্তিকে রহিত কর। কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারকের জন্য শাস্তি রহিত করা জায়েয নেই।

 
Top