নারী-পুরুষ প্রত্যেকের পোশাক পৃথক


ইসলামী শরীয়তের নারী-পুরুষ তাদের প্রত্যেকের জন্য নির্ধারিত পোশাক রয়েছে। একে অপরের পোশাক পরিধান সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুশিয়ারী এসেছে। হযরত আবু হোরায়রা  (رضي الله عنه) থেকে বর্ণিত-

 لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ، وَالْمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ 

রাসূলুল্লাহ (ﷺ) এমন পুরুষের প্রতি অভিশাপ দিয়েছেন যারা নারীদের পোশাক পরিধান করে এবং এমন নারীর প্রতি অভিশাপ করেছেন যারা পুরুষদের পোশাক পরিধান করে। ২২৭

২২৭.ইমাম আবু দাউদ রা. (২৭৫ হি.), আবু দাউদ, খণ্ড.২, পৃ. ৫৬৬, কিতাবুল লিবাস

 

অপর হাদিসে আছে -

  لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ، وَقَالَ: أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ 

নবী করিম (ﷺ) নারীর বেশ গ্রহণকারী পুরুষ এবং পুরুষের বেশ গ্রহণকারী মহিলাদেরকে অভিশম্পাত করেছেন এবং আরো বলেছেন- তোমরা তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। ২২৮

২২৮.ইমাম বুখারী রা. (২৫৬ হি.), সহীহ বুখারী, খণ্ড.২, পৃ.৮৭৪, কিতাবুল লিবাস

 

হযরত আবি মালিকা  (رضي الله عنه) থেকে বর্ণিত, হযরত আয়িশা  (رضي الله عنه) কে বলা হল যে,

امْرَأَةً تَلْبَسُ النَّعْلَ، فَقَالَتْ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَةَ مِنَ النِّسَاءِ 

এক মহিলা পুরুষের জুতা পরে। তখন হযরত আয়িশা  (رضي الله عنه) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষের আকৃতি ধারণকারিণী মহিলাদেরকে অভিশম্পাত করেছেন। ২২৯

২২৯.ইমাম আবু দাউদ র. (২৭৫ হি.) সুনানে আবু দাউ, খণ্ড. ২, পৃ. ৫৬৬

 


 
Top