অষ্টম অধ্যায়  


সুরমা লাগানোর সুন্নাত


(১) সুনানে ইবনে মাজাহ শরীফের রিওয়াতে রয়েছে যে, সব সুরমার চাইতে উত্তম সুরমা হচ্ছে ইসমাদ। কেননা এটা দৃষ্টি শক্তি বৃদ্ধি করে এবং পালক গজায়। 


(সুনানে ইবনে মাজাহ, খন্ড-৪র্থ, পৃ-১১৫, হাদীস নং- ৩৪৯৭)



(২) পাথুরী সুরমা ব্যবহার করাতে অসুবিধা নেই এবং কালো সুরমা কিংবা কাজল রূপচর্চার নিয়্যতে পুরুষের লাগানো মাকরূহ। আর যদি রূপচর্চা উদ্দেশ্যে না হয় তবে মাকরূহ নয়। 


(ফাতাওয়ায়ে আলমগীরী, খন্ড-৫, পৃ-৩৫৯)



(৩) শয়ন করার সময় সুরমা লাগানো সুন্নাত। 


(মিরআতুল মানাজিহ, খন্ড-৬, পৃ-১৮০)



(৪) সুরমা ব্যবহারের বর্ণিত তিনটি পদ্ধতির সারাংশ উপস্থাপন করছি-


(১) কখনো উভয় চোখে তিন তিন শলাই, 

(২) কখনো ডান চোখে তিন শলাই এবং বাম চোখে দুই শলাই, 

(৩) অথবা কখনো উভয় চোখে দুই বার করে অতঃপর সবশেষে এক শলাই সুরমা লাগিয়ে ওটাকেই পরপর উভয় চোখে লাগান। 


(শুয়ুবুল ঈমান, খন্ড-৫ম, ২১৮-২১৯ পৃষ্ঠা, দারুলকুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত) 


এ রকম করাতে ইনশা’আল্লাহ্  তিনটার উপরই আমল হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা! সম্মানজনক যত কাজ রয়েছে সব কাজই আমাদের প্রিয় প্রিয় আঁকা হযরত মুহাম্মদ মুস্তফা ﷺ ডান দিক শুরু করতেন তাই সর্বপ্রথম ডান চোখে সুরমা লাগাবেন এরপর বাম চোখে।

 
Top