নবম অধ্যায়


কাপড় খোলা ও পরিধান করা এবং জুতো পরিধান ও খোলা


১। কাপড় পড়া এবং খুলে রাখার সময় বিসমিল্লাহ পড়া।


 ২। পোশাক পরিধানের দো’আ পাঠ করা-


الْحَمْد لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْر حَوْل مِنِّي وَلَا قُوَّة.


উচ্চারণঃ- আলহামদুলিল্লা-হিল্লাযি কাসানি হাযা ওয়া রাঝক্বানিহী মিন গায়রি হাওলিম মিন্নি ওলা ক্বুও্যাতা।


অর্থঃ ‘সমস্ত প্রশংসা আল্লাহ ﷻ'র  জন্য যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমাকে এটি দিয়েছেন আমার কোন সামর্থ এবং শক্তি ব্যতীত।’ ১


حَدَّثَنَا نُصَيْرُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ، - يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ - عَنْ أَبِي مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَكَلَ طَعَامًا ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَمَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ ‏"‏ ‏.


সাহল ইবনু মু’আয ইবনু আনাস رحمة الله হতে তার পিতার সূত্র থেকে বর্ণিতঃ:


রাসুলুল্লাহ ﷺ  বলেনঃ যে ব্যক্তি খাওয়ার পরে এ দু’আ পাঠ করবে তার আগে পরের সকল গুনাহ ক্ষমা করা হবে।

(আরবী)

অর্থঃ “সমস্ত প্রশংসা আল্লাহ ﷻ'র  জন্য, যিনি আমাকে এ খাদ্য খাওয়ালেন এবং আমার পক্ষ হতে কোন কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই রিযিক্ব দান করলেন।”


তিনি আরো বলেনঃ যে ব্যক্তি কোন কাপড় পরার সময় এ দু’আ পাঠ করবে তার আগে ও পরের সকল গুনাহ ক্ষমা করা হবেঃ 

(আরবী)

অর্থঃ “সকল প্রশংসা আল্লাহ ﷻ'র  জন্য, যিনি আমার কৌশল ও ক্ষমতা প্রয়োগ ব্যতীতই আমাকে এ কাপড়ের ব্যবস্থা করে পরালেন।” 


(সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০২৩)



 ৩। কাপড় পরিধানের সময় ডান দিক থেকে শুরু করা। ২


حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ ‏"‏ ‏.


আবু হুরাইরাহ رضي الله عنه থেকে বর্ণিতঃ:


তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ  বলেছেনঃ তোমরা যখন পোশাক বা জুতা পরিধান করো এবং অযু করো, তখন ডান দিক থেকে শুরু করবে।

 

(সুনানে আবু দাউদ, হাদিস নং ৪১৪১)



 ৪। বাম দিক থেকে খোলা।

 
Top